রবিবারে পাত পেড়ে ‘চিংড়ির মালাইকারি’
RBN Web Desk: দেশজুড়ে চলছে একটানা লকডাউন। করোনার করুণায় স্কুল, কলেজ, অফিস কাছারি বন্ধ থাকলেও, তালা পড়েনি হেঁসেলে। বাঙালিদের কপালে বরাবরই খাদ্যরসিক এবং খাদ্যবিলাসী তকমা লেগে থাকে। তারপর যদি সেটা হয় রবিবারের দুপুর, তাহলে তো আর কথাই নেই। পাত পেড়ে, কবজি ডুবিয়ে খাওয়ার আদর্শ দিন। সেই উদ্দেশ্যেই দেবলীনা সেন নিয়ে আসছেন ‘চিংড়ির মালাইকারি’।
না, এই ‘চিংড়ির মালাইকারি’ খাওয়ার নয়, শোনার। বিশ্বজুড়ে করোনা মহামারি এক যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি করেছে। এই মারণ ভাইরাসের আতঙ্কে সবেথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি। দেবলীনার ‘চিংড়ির মালাইকারি’ শ্রুতি নাটক যেন এই সমস্যার জীবন্ত প্রতিরূপ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
এই নাটকের বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন রাজর্ষি দে (বিনয় সেন), শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় (অনুপমা সেন), সুদীপ সরকার (সুমিত সেন), রেশমী বাগচী (পরমা সেন), রানা বসু ঠাকুর (সুকুমার দাস) এবং হৃতিষা হালদার (সোহিনী সেন)। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন মালঞ্চ ধর। সুতপা ঘোষ ঠাকুরের কণ্ঠে শোনা যাবে সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুরের লেখা কবিতা ‘হাসির দাওয়াই’। নাটকটির সঙ্গীত পরিচালনা করেছেন সৌরভ সোনালী চৌধুরী।
আজ রাতে ইউটিউবে মুক্তি পাবে ‘চিংড়ির মালাইকারি’।