৫০ বছর পর ফের রহস্য অনুসন্ধানে পিকে বসু

কলকাতা: অর্ধশতক পেরিয়ে ফের রহস্য অনুসন্ধানে আসছে নারায়ণ সান্যাল সৃষ্ট পিকে বসু। সেই ১৯৭৪ সালে তরুণ মজুমদারের পরিচালনায়, নারায়ণবাবুর ‘নাগচম্পা’ গল্প অবলম্বনে মুক্তি পেয়েছিল ‘যদি জানতেম’। পিকে বসুর চরিত্রে অভিনয় করেছিলেন উত্তমকুমার। এবার জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত ‘কাঁটায় কাঁটায়’ (Kaantay Kaantay) ওয়েব সিরিজ়ে, সম্ভবত বাংলার একমাত্র আইনজীবী রহস্য অনুসন্ধানীর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)

‘কাঁটায় কাঁটায়’ (Kaantay Kaantay) সিরিজ়ের অন্যান্য ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পায়েল সরকার (Paayel Sarkar), কিঞ্জল নন্দ, শুভ্রজিত দত্ত, মীর আফসার আলী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ ও সোমরাজ মাইতি। গতকাল দক্ষিণ কলকাতায় এক ক্লাবে শিল্পীরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। 

নারায়ণবাবুর লেখা ‘সোনার কাঁটা’ অবলম্বনে ‘কাঁটায় কাঁটায়’ সিরিজ়ের প্রথম সিজ়ন তৈরি হয়েছে। শাশ্বত জানালেন, “যেহেতু সিরিজ়ের প্রেক্ষাপট বর্তমান সময়, তাই চিত্রনাট্য লেখার সময় কিছু পরিবর্তন করা হয়েছে। রহস্য গল্পের একটা টান থাকে যেটা দর্শককে বসিয়ে রাখে। সেটা এই সিরিজ়ে ভরপুর আছে। পিকে বাসু চরিত্রের দুটো পর্যায় রয়েছে। এক, সে যখন তার স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে আনন্দে রয়েছে, আর দুই, যখন দুর্ঘটনায় সেই মেয়েকে সে হারাচ্ছে। এই দুটো পর্যায়ে একটা মানুষের যে পরিবর্তন এই ব্যাপারটা বেশ অন্যরকম।” 

আরও পড়ুন: সলমনের ছবি স্থগিত?

অনন্যা রয়েছেন রানী বসুর চরিত্রে। জানালেন, “আমি পিকে বসুর স্ত্রী রানীর চরিত্রে কাজ করেছি। মূল রহস্য অনুসন্ধানে রানীর একটা বড় ভূমিকা রয়েছে, এটুকুই বলতে পারি।” 

“এটা আমার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ়,” বললেন সোহম। “শুটিং শেষ হয়েছে ২০২২ সালে, তাই কবে এই সিরিজ় মুক্তি পাবে সেটা নিয়ে একটা উৎকণ্ঠা ছিলই। যে সব শিল্পীরা আছেন তাঁরা প্রত্যেকে প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী। নতুন করে আআর কীই বা বলব! দার্জিলিংয়ে শুটিং হয়েছিল আমাদের। এতজন মিলে একসঙ্গে কাজ, খুব মজা করেছিলাম সকলে। সেই সঙ্গে এই গল্পটা এত অন্যরকম, দারুণ একটা রহস্য, আমার মনে হয় সিরিজটা দর্শকরা উপভোগ করবেন।” সোহম রয়েছেন এক পুলিশ আধিকারিকের চরিত্রে। 

আরও পড়ুন: ‘সোলজার ২’-এর সম্ভাবনা, থাকবে কি প্রিটি-ববি জুটি?

বাংলা ছবি বা সিরিজ়ের জগতে পিকে বসু কি তাহলে পাকাপাকিভাবে আসতে চলেছে? 

“সেটা তো সময় বলবে,” বললেন জয়দীপ। “নারায়নণবাবুর লেখা যারা পড়েছেন তারা পিকে বসুকে চেনেন। যারা উত্তমকুমারকে এই চরিত্রে দেখেছন, তারাও কিছুটা জানেন। যারা জানেন না তারা এবার জানবেন। আমরা নতুনভাবে গল্পটাকে উপস্থাপন করেছি। আজকের দিনে কোথাও গিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সম্ভব নয়। মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বল হতে পারে, কিন্তু তা একেবারেই থাকবে না এ অসম্ভব। ফোন ছাড়াও এখন ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে। যে সময়ের গল্প তখন সেই বাড়িতে একটাই টেলিফোন ছিল। সেটা তো এখন বর্তমান সময়ে দেখানো সম্ভব নয়। তাই অনেক চিন্তাভাবনা করে এমনভাবে গল্প সাজাতে হয়েছে যাতে বিশ্বাসযোগ্য লাগে।”

পিকে বসুকে ফিরিয়ে আনার ইচ্ছে রয়েছে জয়দীপের। “তবে সেটা সম্ভব হবে কিনা তা একমাত্র দর্শক বলতে পারবেন। এই সিরিজ়টা যদি দর্শকের ভালো লাগে তখন হয়তো অন্য গল্প নিয়ে কাজ করব,” বললেন তিনি।

১৫ আগস্ট জ়ি ফাইভে মুক্তি পাবে ‘কাঁটায় কাঁটায়’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *