‘সোলজার ২’-এর সম্ভাবনা, থাকবে কি প্রিটি-ববি জুটি?

RBN Web Desk: ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ববি দিওল (Bobby Deol) ও প্রিটি জ়িন্টা (Preity Zinta) অভিনীত ‘সোলজার’ (Soldier)। অব্বাস-মস্তান পরিচালিত এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাখী গুলজ়ার, সুরেশ ওবেরয়, দলীপ তাহিল ও শরদ সক্সেনা। সে বছরের অন্যতম বড় হিট হয়েছিল ছবিটি।

২৬ বছর পর ‘সোলজার’-এর সিক্যুয়েল আসছে বলে জানিয়েছেন নির্মাতারা। এর আগে ‘হমরাজ়’ ছবির রিমেক তৈরির কথা জানা গিয়েছিল। সে ছবিরও পরিচালক ছিলেন অব্বাস-মস্তান।

আরও পড়ুন: এবার কি টক্কর? হয়ে গেল মহরৎ

গতবছর ‘গদর-২’ হিট করার পর হিট ছবির  সিক্যুয়েল বানানোর দিকে ঝুঁকছেন অনেক নির্মাতাই। এছাড়াও সম্প্রতি ‘অ্যানিমাল’ ছবিতে দুরন্ত কামব্যাক করেছেন ববি। খলচরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ববির এই নতুন জনপ্রিয়তাই কাজে লাগিয়ে সম্ভবত ‘সোলজার-২’ (Soldier 2) আনতে চাইছেন নির্মাতারা।

জানা গেছে, ‘সোলজার-২’ নিয়ে চিন্তাভাবনা থাকলেও সবকিছুই নির্ভর করছে ববি আর প্রীতি এই ছবিতে কাজ করবেন কিনা তার ওপর।  




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *