পুলিশ-অপরাধীর খেলা নিয়ে নতুন থ্রিলার
RBN Web Desk: বাংলা ছবির জগতে থ্রিলার এখন প্রায় সব পরিচালকের কমফোর্ট জ়োন। দর্শকও আজকাল নতুন রহস্যকাহিনির আশা করেন। থ্রিলার ছবি দেখতে প্রেক্ষাগৃহ ভরে যায়ই। সেই তালিকায় এবার নবতম সংযোজন সৌমভ বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘ফেডিং শ্যাডো’ (Fading Shadow)।
ছবির নাম ঘোষণা হলেও সংবাদমাধ্যমকে কাহিনি সম্পর্কে বিশেষ খোলসা করে বলতে চাইলেন না পরিচালক। তাঁর দাবি, ছবিতে এক ভিন্ন ধরনের মুখ্য চরিত্রে থাকবেন দেবলীনা বিশ্বাস। এছাড়া, এক পুলিশ অফিসারের চরিত্রে থাকতে চলেছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে সৈকত দাস, অভিরূপ চৌধুরীদের মতো অভিনেতাকে।
আরও পড়ুন: খলচরিত্রে অপরাজিতা, বিপরীতে বনি
এর আগে ‘আলাপ’ ছবিতে অভিনয় করেছিলেন দেবলীনা। তবে এবার একেবারে কেন্দ্রীয় চরিত্রে থাছেন তিনি। ছবির সম্পর্কে বলতে গিয়ে দেবলীনা জানালেন, “থ্রিলার ও সাসপেন্সের মধ্যে দিয়ে গোটা গল্পটা তৈরি হয়েছে। খুব সাহসী একটা চরিত্রে আমাকে দেখা যাবে। বহুদিন থেকে এই ধরনের ছবিতে অভিনয় করার ইচ্ছে ছিল। সে সুযোগ করে দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ। আশা করি আমার কাজ দর্শকের ভালো লাগবে।”
সৌমভ জানালেন, “এই ছবির গল্পের প্রত্যেকটা স্তরে একটা করে মোচড় রয়েছে। রহস্যের মধ্যে দিয়েই এগোবে কাহিনি। দেবলীনা, জ্যামি, সৈকত, অভিরূপ, এদের প্রত্যেকের চরিত্রগুলো দারুণ। প্রত্যেকটি চরিত্রের আলাদা শেড রয়েছে। প্রত্যেকটি চরিত্রের প্রেক্ষাপট আলাদা। থ্রিলার হিসেবে এই ছবি দর্শকদের মনে দাগ কাটবে বলেই আমার বিশ্বাস।”
কিছুদিনের মধ্যে কলকাতায় শুরু হতে চলেছে ‘ফেডিং শ্যাডো’র শুটিং।