কলকাতায় আসছেন ব্রায়ান অ্যাডামস
RBN Web Desk: কলকাতায় তাঁর ‘সামার অফ ৬৯’-এর ভক্তসংখ্যা বিরাট। এই এ শহর থেকেই তাঁর ভারত সফর শুরু করতে চলেছেন বিশিষ্ট পপ গায়ক ব্রায়ান অ্যাডামস (Bryan Adams)। যাঁর গানের ভক্ত গোটা বিশ্ব, সেই গায়ক এই প্রথম পা রাখতে চলেছেন কলকতায়। এর আগে পাঁচবার ভারতে এলেও কলকাতায় তাঁর পা পড়েনি।
ভারতের ‘রক ক্যাপিটল’ বলে পরিচিত শিলংয়েই প্রথম শো করার কথা ছিল ব্রায়ানের। এ শহরের বহু পপভক্ত শিলংয়ে যাওয়ার টিকিটও কেটে ফেলেছিলেন। তবে শেষ মুহূর্তে কলকাতা থেকেই তাঁর এবারের সফর শুরু করবেন বলে জানান ব্রায়ান। এবারই এ দেশে তাঁর কণ্ঠে প্রথমবার শোনা যাবে ‘সো হ্যাপি ইট হার্টস’ (So happy it Hurts)। এটাই তাঁর কনসার্টের নাম।
আরও পড়ুন: সঞ্জয় দত্তের ভিসা জটিলতা, শুটিং নিয়ে অনিশ্চয়তা
ডিসেম্বরে ভারতে আসছেন ব্রায়ান। কলকাতা ও শিলং ছাড়াও গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে কনসার্ট করবেন তিনি।