পুজোর ব্যয় সংকোচন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাঘাযতীন তরুণ সংঘের
RBN Web Desk: করোনা সংক্রমণের জেরে দেশে লকডাউন বেড়ে ৩ মে অবধি হওয়ায় সমস্যায় পড়েছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। এই অবস্থায় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, চিত্রতারকা ও সঙ্গীতশিল্পীরা। সেই কাজে এবার সামিল হল কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো বাঘাযতীন তরুণ সংঘ।
বেশ কয়েক বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ২০২০-তে তিনি তরুণ সংঘ দুর্গাপুজো কমিটির সভাপতিও। “এই বছর আমাদের ইচ্ছে ছিল পুজোটা একটু বড় করে করার,” রেডিওবাংলানেট-কে জানালেন প্রিয়াঙ্কা। “কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা নিয়ে আর ভাবছি না। বরং প্রতিদিন বেশ কিছু মানুষের খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ক্লাবের তরফ থেকে। পুজো তো প্রতিবছরই হয়। আগামী বছর না হয় বড় করে করব। এবার খরচটা একটু অন্যভাবে করা যাক। সদস্য চাঁদা ও পুজোয় জন্য স্পনসরদের অর্থের বেশিরভাগটাই আমরা এই কাজে খরচ করব।”
নিজে এখন বাড়ি থেকে বেরোতে না পারলেও, ক্লাবের এই পরিকল্পনায় তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানালেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
২০১৯-এর নভেম্বর থেকে এ বছরের পুজো নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছিল বাঘাযতীন তরুণ সংঘ। বিশিষ্ট শিল্পী রিন্টু দাসের সঙ্গেও কথাবার্তা এবং তাঁর জিনিসপত্রের বায়না করাও হয়ে গিয়েছিল। “এই মুহূর্তে সারা বিশ্বের যে অবস্থা তাতে আমরা আগামী দুর্গোৎসবকে একটু অন্যভাবে দেখতে চাইছি,” জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ। “এই অবস্থায় আমরা আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে চাই। এ বছর পুজোর ব্যয় সংকোচন করা হবে। সেই অর্থ আমরা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মানুষের জন্য কাজে লাগাব। করোনার কারণে সামনে ভয়ঙ্কর দিন আসতে চলেছে। লকডাউন ওঠার পরও বহু মানুষের কাজ থাকবে না। সেই সময়ে এদের পাশে থাকার জন্যই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি।”
ইতিমধ্যেই ক্লাবের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ₹১৫,০০০ দান করা হয়েছে। এই সপ্তাহে ক্রিকেট অ্যাকাডেমি থেকে ₹২৫,০০০ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন দেবালয় থেকে ₹১০,০০০ টাকা দেওয়া হবে বলে জানালেন গৌতমবাবু। পয়লা বৈশাখের অনুষ্ঠানও এবার বাতিল করা হয়। পরিবর্তে, ক্লাবের মহিলাদের হাতে সেলাই করা মাস্ক নববর্ষের প্রথম দিন দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।