আবুল বাশারের সাড়া জাগানো উপন্যাস বড় পর্দায়, নাম ভূমিকায় রাইমা
RBN Web Desk: গভীর রাতে কাঁটাতার পেরিয়ে দেশান্তর, সীমান্ত প্রহরীর বুলেট বাঁচিয়ে দে-ছুট। তারপর নেশাখোর স্বামীর হাতে অত্যাচার আর প্রতারণার ফাঁদে পা দিয়ে বিকিয়ে যাওয়া শরীর। নারী জীবনের যন্ত্রণার খণ্ডচিত্র সাহিত্যিক আবুল বাশার তুলে এনেছিলেন তাঁর সাড়া জাগানো উপন্যাস ‘ভোরের প্রসূতি’তে। সেই উপন্যাস অবলম্বনেই পরিচালক আশিস রায় নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবি ‘সিতারা’, নাম ভূমিকায় থাকছেন রাইমা সেন।
রাতের অন্ধকারে একদিন স্বামী জীবন শেখের সঙ্গে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে সিতারা। সে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে তার স্বামীই একদিন তাকে বেচে দেবে পরপুরুষের কাছে। জীবন শেখের উদ্দেশ্য, স্ত্রীর শরীর বেচে তার ব্যবসার হাল ফেরানো। সামান্য টাকার বিনিময়ে কবীর মহাজনের কাছে সিতারাকে বিক্রি করে দেয় জীবন।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
চোরা কারবারী কবীর চায় সিতারাকে ভোগ করতে। কবীরের চক্রান্ত ধরে ফেলে সিতারা, বেরিয়ে আসে তার কবল থেকে। ঘটনাচক্রে পরিচয় হয় সমাজসেবী মানবের সঙ্গে। উদ্বাস্তু মানুষদের জন্য কাজ করতে গিয়ে মানবের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে সিতারা। কিন্তু মানবও সিতারাকে জনসমক্ষে স্বীকার করতে চায় না।
যে জন থাকে মাঝখানে
‘সিতারা’র শ্যুটিং শেষ হয়েছে গত বছর। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি গ্রামে ক্যানবন্দী করা হয়েছে ছবিটি। রাইমা ছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। এছাড়াও থাকছেন মেঘনা নাইডু ও সুব্রত দত্ত।
শীঘ্রই মু্ক্তি পাবে ছবিটি।