কোনও নায়ক বা পরিচালকের সঙ্গে প্রেম হয়নি, তাই কাজ পাইনি: শ্রীলেখা

RBN Web Desk: বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অভিযোগ আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে মুম্বইয়ে স্বজনপোষণ নিয়ে সরব একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। অনেকেরই দাবি এই পক্ষপাতিত্বের কারণেই কাজ না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন সুশান্ত। তাঁদের এই অভিযোগকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

এবার সেই স্বজনপোষণ নিয়েই সরব হলেন শ্রীলেখা। গতকাল তাঁর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বাংলা ছবির জগতের বহু শিল্পীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তার মধ্যে একাধিকবার উঠে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। শ্রীলেখা দাবি করেন, যে সময় তিনি বাংলা ছবিতে কাজ করতেন, সেই সময় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অন্য কোনও অভিনেত্রীকে নায়িকার ভূমিকায় নেওয়া হতো না। ফলত বহু ছবি হারাতে হয়েছে তাঁকে। সেই সময় বাংলা ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছিলেন অন্যতম জনপ্রিয় জুটি।

“আমি জানতাম নায়িকা হওয়ার সমস্ত যোগ্যতা আমার আছে। কিন্তু সেই সময় ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেম। আমাদের ইন্ডাস্ট্রিতে বুম্বাদার (প্রসেনজিৎ) কথায় সব কিছু হতো। বুম্বাদা নিজের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে থাকতেন আর মাটিতে বসে তাঁর সঙ্গে কথা বলত পরিচালকরা,” বলেন শ্রীলেখা।

আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি

তাঁর অভিযোগের তীর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের দিকেও। “চূর্ণী গঙ্গোপাধ্যায় ছাড়া আর কাউকে নিজের ছবিতে রাখতে চান না কৌশিকদা। জয়া আহসান বোধহয় খুব ভালো অভিনেত্রী, আমি নই। তাই ওঁর ছবিতে জয়া কাজ পান, আমি পাই না। সৃজিতের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল বলেই আমাকে তাঁর ছবিতে নেননি তিনি,” অভিযোগ শ্রীলেখার।

“আমার সঙ্গে কোনও নায়ক বা পরিচালকের প্রেম হয়নি তাই আমি কাজ পাইনি। ইন্ডাস্ট্রিতে আমি কোনও জুটি তৈরি করতে পারিনি। প্রথমে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তারপর প্রসেনজিৎ-অর্পিতা (চট্টোপাধ্যায়), জিৎ-স্বস্তিকা তারপর স্বস্তিকা-পরমব্রত (চট্টোপাধ্যায়)। যে নায়িকার সঙ্গে যে নায়কের ঘনিষ্ট সম্পর্ক ছিল তাঁরাই জুটি হিসেবে কাজ পেতেন,” ক্ষোভ উগরে দিয়ে বললেন শ্রীলেখা।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *