৩৬ ঘণ্টার রোড থ্রিলারে আরিয়ান, অনিন্দ্য
RBN Web Desk: সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকের থেকেও দর্শক এখন যে ধরনের বিনোদনকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে তা হলো ওয়েব সিরিজ়। সেই ওয়েব সিরিজ়ের ছোট সংস্করণ মিনি সিরিজ়। এই মিনি সিরিজডেই সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে আসছে পরিচালক শঙ্খ ভট্টাচার্যের ‘36 Hrs-Every Second Counts‘। অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (Anindya Banerjee) বিপ্লব কুমার সিংহ ও সুকান্ত চট্টোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্লাবে মুক্তি পেল সিরিজ়ের ট্রেলার।
সিরিজ়ের কেন্দ্রে রয়েছে কলকাতার বাইরে থাকা বাঙালি কর্পোরেট চাকুরে অনীশ ব্যানার্জি। পরিবারের সঙ্গে দেখা করতে কলকাতা বিমানবন্দরে নামতেই তাকে আপহরণ করা হয়। জ্ঞান ফেরার পর অনীশ নিজেকে অর্ধনগ্ন অবস্থায় একটি নোংরা গোডাউনে আবিষ্কার করে। শুরু হয় অনীশের জীবনের রুদ্ধশ্বাস ৩৬ ঘণ্টা। কী হয় এই ৩৬ ঘণ্টায়? সেই গল্পই দেখা যাবে এই মিনি সিরিজ়ে।
আরও পড়ুন: বাণিজ্যিক ছবির রসদ নিয়েও শক্তি হারাল ‘তুফান’
“এটা একটা মাইক্রো ওয়েব সিরিজ় বলা যায়। অর্থাৎ এপিসোডগুলো খুব লম্বা নয়। মানুষ এখন রিলস দেখতে অভ্যস্ত। বেশিক্ষণ এক কন্টেন্ট দেখার কারও সময়ও নেই। এখানে তাই প্রতিটি পর্ব ২০-২৫ মিনিটের বেশি নয়। হাতে কিছুটা সময় থাকলেই ফোনে দেখে নেওয়া যাবে একটা এপিসোড। সপ্তাহে একটা করে এপিসোড আসবে, ছয় সপ্তাহে পুরো সিরিজ়টা এসে যাবে,” জানালেন আরিয়ান।
নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বললেন, “অনীশের জীবনের ৩৬ ঘণ্টার গল্প এটা। ওই ৩৬ ঘণ্টা কীভাবে তার জীবন একটা রোলারকোস্টার রাইডের ভেতর দিয়ে যায়, সেটাই দেখা যাবে প্রতিটি পর্বে।”
আরও পড়ুন: উপরি পাওনা অভিনয়ের মাস্টারক্লাস
শঙ্খ জানালেন, “এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ়। ২০২২ সালে কাজ শেষ হয়ে গেলেও নানা কারণে রিলিজ় করা যায়নি। সিরিজ়ের গল্প একটা রোড থ্রিলার। বাংলায় এই ধরনের কাজ খুব একটা হয়নি। তবে বিদেশে এই ঘরানার ছবি খুব জনপ্রিয়। খুব কষ্ট করে আমরা সকলে মিলে সিরিজ়টা বানিয়েছি। আশা রাখছি দর্শকের ভালো লাগবে।”
সিরিজের চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভদীপ কর্মকার। সঙ্গীত পরিচালনা করেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। একটি গানে কণ্ঠ দিয়েছেন ধী মজুমদার।
আগস্টে অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে সিরিজ়টির সম্প্রচার শুরু হবে।