এবার তন্ত্র নিয়ে ভূতের ছবি

RBN Web Desk: তন্ত্র নিয়ে বর্তমানে বাংলা সাহিত্য পাঠকদের খুব পছন্দের বিষয়। এবার আসছে তন্ত্র নিয়ে তৈরি ভূতের ছবি ‘তান্ত্রিনী’। অরিন্দম বন্দোপাধ্যায় ও সৃজিতা রানা বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সৃজিতা, অয়ন দেবনাথ, সাত্বিকা ঘোষ, রিনা রানা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত রায় ও বিজু পাত্র। আজ মুক্তি পেল ছবির প্রথম লুক। 

ছবির কাহিনি গড়ে ওঠে আয়ুশীকে কেন্দ্র করে। সে তথ্যপ্রযুক্তি সেক্টরে চাকরি করে। সেই কারণে তাকে কলকাতায় থাকতে হয়। বাসন্তী পুজো উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে গিয়ে সে একটি বই খুঁজে পায়। এই বই থেকেই শুরু হয় ছবির আসল রহস্য। ক্রমশ এই বইকে ঘিরেই ঘটতে থাকে একের পর খুনের ঘটনা। শুরু হয় সাসপেন্স। ছবি এগিয়ে চলার সঙ্গে-সঙ্গে বাড়তে থাকে রহস্য। 

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে বসে দার্জিলিং ভ্রমণ

অরিন্দম জানালেন, “এটি একটি ভূতের গল্প, যার প্রতিটি মোড়ে রয়েছে নতুন চমক। ছবিতে একটি রহস্যময় বই খুঁজে পাওয়া যায়। সেটি কীসের বই, সেই নিয়েই ছবির গল্প এগিয়ে চলবে। আশা করি দর্শকের ভালো লাগবে।” 

সৃজিতা রয়েছেন আয়ুশীর ভূমিকায়। তিনি জানালেন, “আমার কাছে এটা একেবারেই ভিন্ন একটা চরিত্র। ভূতের গল্পে এমন কোনও চরিত্রে আগে অভিনয় করিনি। তাই নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হচ্ছে। আশা করছি আমার চরিত্রটি সকলের ভালো লাগবে।” 

ছবিতে দুটি গান থাকবে। গানগুলিতে সুর দিয়েছেন সাহেব চক্রবর্তী। ছবির শুটিং হবে কলকাতা ও পার্শ্ববতী এলাকায়। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *