এবার কি টক্কর? হয়ে গেল মহরৎ
RBN Web Desk: গতবছরের ছবি ‘দশম অবতার’-এর পর আবারও বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তবে এবার আর একইরকম পুলিশি অবতারে দুজনের দেখা মিলবে না। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নাম না হওয়া ছবিতে থাকছেন দুজনেই। সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), রজতাভ দত্ত (Rajatava Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (Surajit Banerjee)। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে হয়ে গেল ছবির মহরৎ।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল মালায়ালম ছবি ‘গারুদান’ (Garudan)। এক ধর্ষিতা ছাত্রীকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিক ও এক অধ্যাপকের লড়াই ছিল ছবির বিষয়বস্তু। ছবিতে এই দুই ভূমিকায় অভিনয় করেছিলেন সুরেশ গোপী (Suresh Gopi) ও বিজু মেনন (Biju Menon)। আন্দাজ করা যাচ্ছে এই দুই চরিত্রেই দেখা যাবে প্রসেনজিৎ ও অনির্বাণকে। অর্থাৎ এবার আর তাঁরা একসঙ্গে নয়, বরং যুযুধান দুই পক্ষে ভাগ হয়ে যাবেন। প্রসেনজিৎকে দেখা যাবে পুলিশি অবতারে আর অনির্বাণ এবার অধ্যাপক। ধর্ষিতা ছাত্রীর চরিত্রে কে থাকবেন তা এখনও স্পষ্ট না হলেও ছাত্রীর বাবার চরিত্রে সম্ভবত সুরজিৎকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
রাহুল এর আগে ২০২২ সালে ‘কিশমিশ’ (Kishmish) এবং ২০২৩-এ ‘দিলখুশ’ (Dilkhush) পরিচালনা করেছিলেন। তবে এত বড়মাপের সিরিয়াস ছবির নির্মাণ এই প্রথম। ছবির শুটিং শুরু হবে আর কিছুদিনের মধ্যেই।
সবকিছু ঠিক থাকলে এ বছরের অন্যতম বড় ছবি হতে চলেছে প্রসেনজিৎ-অনির্বাণের নতুন দ্বৈরথ।