পরমব্রতর পরিচালনায় ঋত্বিক?
RBN Web Desk: এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অন্তত টালিগঞ্জে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে। সত্যজিৎ রায়ের ‘গ্যাংটকে গন্ডগোল’ অবলম্বনে অরিন্দম শীল পরিচালিত ‘সাবাশ ফেলুদা’ ওয়েব সিরিজ়ে দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। ‘বৌদি ক্যন্টিন’-এর পর কোনও ছবি পরিচালনায় হাত দেননি পরমব্রত। তবে পরমব্রতর পরিচালনায় যে তিনি কাজ করতে পারেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋত্বিক তার আভাস দিয়েছেন।
একাধিক কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত পরমব্রত। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বিয়ে বিভ্রাট’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অসুখ বিসুখ’ ছবি নিয়েও ব্যস্ত তিনি। অন্যদিকে ঋত্বিক অভিনীত ওয়েব সিরিজ় ‘গোরা ২’ মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: রূঢ় বাস্তব, চমকে দেওয়া অভিনয়
এদিকে গতকাল প্রকাশিত হয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’-এর ট্রেলার। এই সিরিজ়ে ঋত্বিকের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত একটি থ্রিলার ছবিতে কাজ করছেন ঋত্বিক।
সূত্রের খবর, পরমব্রতর পরিচালনায় নতুন ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে শীঘ্রই।