ফুড ব্লগারের চরিত্রে টেলিভিশনে আসছেন আরিয়ান

RBN Web Desk: বড়পর্দায় বেশ কয়েক বছর ধরে কাজ করার পর অবশেষে টেলিভিশনে আসছেন অভিনেতা আরিয়ান ভৌমিক। শুভ্রজ্যোতি মাইতি ও সুমন্ত চক্রবর্তীর পরিচালনায় ‘তিতলি’ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এক ফুড ব্লগারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন মধুপ্রিয়া চৌধুরী। ‘তিতলি’র চিত্রনাট্যকার সুশান্ত দাস, নন্দলাল মজুমদার ও সায়ন্তনী ভট্টাচার্য।

বড়পর্দায় ‘সন্তু’ ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার পরে টেলিভিশনে পা রাখার কারণ হিসেবে আরিয়ান রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি বরাবরই বিভিন্ন মাধ্যমে কাজ করতে চেয়েছি। বড়পর্দা বা ছোটপর্দা বলে কোনও বাছবিচার কোনওদিনই করিনি। বরং বিভিন্ন মাধ্যমে কাজ করার ফলে নানা ধরণের অভিজ্ঞতা হবে, আমি এটাই মনে করি। এই মুহূর্তে ছবির কাজ বন্ধ। কবে শুরু হবে জানা নেই। সেই সময় এই সুযোগটা পেয়ে গেলাম। সুশান্তদার সঙ্গে কাজ করার ইচ্ছেটা বহুদিন থেকেই ছিল। আর গল্পটা খুব সুন্দর। তাই আমার রাজি হতে সময় লাগেনি।”

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

এই ধারাবাহিকে আরিয়ানের অভিনীত চরিত্রটির নাম সানি। ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও সানি ব্যবসায় যোগ দিতে চায় না। সে ব্লগ চালায় এবং তার চ্যানেলে একটি কুকিং শো সঞ্চালনা করে।   

তবে ‘তিতলি’কে নারীকেন্দ্রিক কাহিনী বলতে নারাজ আরিয়ান। “এটি অবশ্যই একটি মেয়ের জীবনের গল্প। সেই মেয়েটি কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। অথচ আকাশে উড়তে চায়, পাইলট হতে চায়। তিতলির লড়াইটা তো তার একার নয়। তার সঙ্গে আরও কিছু মানুষের কথাও উঠে আসবে। সেরকমই একটি চরিত্রে আমাকে দেখা যাবে। সানি খুবই ব্যতিক্রমী একটা চরিত্র। বাংলা ধারাবাহিকে এরকম চরিত্র আগে আসেনি। বর্তমান প্রজন্ম এই সানির সঙ্গে একাত্ম বোধ করবে বলে আমার মনে হয়।”

আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির ডাবিংয়ের কাজ এখনও বাকি রয়েছে বলে জানালেন আরিয়ান। “এছাড়া দুটো ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, সেগুলো কবে হবে জানি না। অজয় দেবগণের সঙ্গে ‘ময়দান’ ছবির কিছু কাজ বাকি হয়েছে এখনও। দেখা যাক কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়,” জানালেন আরিয়ান। 

১৩ জুলাই থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে ‘তিতলি’র সম্প্রচার।

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

One thought on “ফুড ব্লগারের চরিত্রে টেলিভিশনে আসছেন আরিয়ান

  • খুব সাবলীল ভাষায় লেখা। পড়ে সমৃদ্ধ হলাম।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *