গল্পে নয়া মোড়, ‘ফাগুন বউ’-এ আসছেন নতুন অভিনেত্রী
RBN Web Desk: ‘ফাগুন বউ’-এ ফের আসতে চলেছে এক নয়া মোড় । জনপ্রিয় এই ধারাবাহিকে এবার দেখা যাবে অভিনেত্রী প্রিয়া মণ্ডলকে। প্রিয়াকে নিয়ে বেশ কয়েকটি দৃশ্য সম্প্রতি ক্যানবন্দী করা হল কালিম্পংয়ে। ‘ফাগুন বউ’-এ মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়।
প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেল, এই ধারাবাহিকে রোদ্দুরের (বিক্রম) এক বন্ধুর স্ত্রী মিলির ভূমিকায় দেখা যাবে প্রিয়াকে। ন’মাসের অন্তঃসত্ত্বা মিলি প্রসব যন্ত্রাণার সময় টেলিফোন করে তার স্বামীকে। দূর্ভাগ্যবশত ঠিক সেই সময়ই এক গাড়ি দূর্ঘটনায় মৃ্ত্যু হয় মিলির স্বামীর। প্রতিবেশীরা মিলিকে হাসপাতালে নিয়ে যায়, এক পুত্রসন্তানের জন্ম দেয় সে। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত মিলি নবজাতককে দূরে সরিয়ে দেয়। ঘটনাচক্রে মিলির স্বামীর সঙ্গে সেই একই গাড়িতে ছিল রোদ্দুরও। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় সে। মিলি তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে রোদ্দুরকেই। এই নিয়েই শুরু হয় টানাপোড়েন।
কিংবদন্তী বাঙালি ফুটবলারের চরিত্রে হয়ত ঋদ্ধি সেন
এর আগে ‘তোমায় আমায় মিলে’, ‘স্ত্রী’ ও ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়া। তবে ‘ফাগুন বউ’-এ কান্নার দৃশ্যে তাঁর গ্লিসারিন লাগেনি বলে দাবী করলেন তিনি।