টেলিভিশনে বৃদ্ধাবাসের বাসিন্দাদের সঙ্গে জনপ্রিয় তারকারা
RBN Web Desk: আজ থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। প্রায় তিনমাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে রিয়্যালিটি শোয়ের শুটিং ও সম্প্রচার। করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হওয়ায় ১৭ মার্চ থেকে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয়। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১১ জুন থেকে সবরকম স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে শুরু হয় শুটিং। তবে যেহেতু রিয়্যালিটি শো-এর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জনসমাগম বেশি হয়ে থাকে, তাই এগুলির শুটিং শুরু করার অনুমতি তখনও মেলেনি।
৬ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন চ্যানেল সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর শর্তসাপেক্ষে রিয়্যালিটি শো-এর শুটিং করার অনুমতি দেন। তবে স্টুডিওতে দর্শকদের আনা এবং অডিশনের জন্য প্রতিযোগীদের ডাকার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয় এমন কোনওকিছুই করা যাবে না, যে কথা স্পষ্ট করে দেন মমতা। ক্যামেরার সাহায্যে দর্শক সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে দেখানোর নির্দেশও দেন তিনি।
আরও পড়ুন: বিচ্ছেদ হলেও বন্ধুত্বটা থাকবেই, দাবি মানিনীর
সেই সমস্ত নিয়ম মেনে শুটিং সম্পন্ন করে অবশেষে আজ থেকে শুরু হতে চলেছে ‘দাদাগিরি’র নতুন সিজ়ন। আগামীকাল বিশেষ পর্বে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে থাকবেন বৃদ্ধাশ্রমের মানুষরা। বৃদ্ধাবাসের বাসিন্দাদের খেলতে সাহায্য করবেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও রাজ চক্রবর্তী। সঞ্চালনায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।