‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে আসছে নয়া মোড়
RBN Web Desk: ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে আসছে এক নয়া মোড়। তারা পেতে চলেছে প্রথম পেশাদার রহস্য সমাধানের প্রস্তাব। বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছু ও ভোম্বল, এই পাঁচজনকে নিয়ে গঠিত ‘পাণ্ডব গোয়েন্দা’। চিনা শত্রু মারফত বাবলু জানতে পারে এম এম-এর প্রথম নাম মেঘনাদ। কী হয় এরপর? এই সপ্তাহের শেষ ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে আসছে এক জমজমাট রহস্য পর্ব।
ধারাবাহিক হিসেবে এই প্রথম টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত জনপ্রিয় ‘পান্ডব গোয়েন্দা’ থ্রিলার সিরিজ় অবলম্বনে একই নামের ধারাবাহিক। দুঃসাহসী পাঁচজন ছোট ছেলেমেয়ে ও একটি কুকুরকে নিয়ে গঠিত ‘পান্ডব গোয়েন্দা’ নানারকম রোমাঞ্চকর অভিযানে পাড়ি দেয়। ১৯৭০ সালে মাসিক শুকতারা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই অভিযান। এরপর আনন্দমেলা পুজো সংখ্যাতেও নিয়মিত বেরোত এই সিরিজ়।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
তবে ধারাবাহিকটি শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের সমালোচনার শিকার হয়। মূল কাহিনী থেকে সরে গিয়ে ধারাবাহিকে চরিত্রাভিনেতাদের বয়স বাড়ানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন একাধিক দর্শক। তাঁদের বক্তব্য, এই আধুনিকীকরণ মূল গল্পগুলোর অপমান। এরপরে একসময় ধারাবাহিকটির বন্ধ হয়ে যাওয়ার গুজবও ছড়ায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিব্যি জনপ্রিয়তা ধরে রেখেছে ‘পান্ডব গোয়েন্দা’।
এই সপ্তাহে রাত ১০.৩০টায় সম্প্রচারিত হবে ‘পাণ্ডব গোয়েন্দা’র প্রথম পেশাদার কেস নেওয়ার গল্প।
ছবি সৌজন্য: t2