নতুন পর্বে ফিরতে চলেছে অন্যতম জনপ্রিয় দুই রিয়্যালিটি শো
RBN Web Desk: নতুন পর্বে ফিরতে চলেছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ১’ ও ‘দাদাগিরি’। করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হওয়ায় ১৭ মার্চ থেকে বন্ধ ছিল সমস্ত টেলিভিশন ধারাবাহিকের কাজ। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১১ জুন থেকে সবরকম স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় ধারাবাহিকের শুটিং। তবে যেহেতু রিয়্যালিটি শো-এর ক্ষেত্রে দর্শকের উপস্থিতি বাধ্যতামূলক, তাই এগুলির শুটিং শুরু করার অনুমতি তখনও মেলেনি।
পরিবর্তিত পরিস্থিতিতে ৬ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেল সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর কিছু শর্তসাপেক্ষে রিয়্যালিটি শো-এর শুটিং শুরু করার অনুমতি দেন। তবে স্টুডিওতে দর্শকদের আনার ব্যাপারে বিধিনিষেধ মেনেই কর্তৃপক্ষকে কাজ করতে হবে এবং অডিশনের জন্য প্রতিযোগীদের ডাকা যাবে না বলে জানিয়ে দেন তিনি। প্রয়োজনে আবেদনপত্র অনলাইনে জমা নেওয়ারও পরামর্শ দেন মমতা।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
অবশেষে প্রয়োজনীয় সতর্কতা ও সবরকম স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন হয় ‘দাদাগিরি’ ও ‘দিদি নাম্বার ১’-এর শুটিং। দুটি শো-এরই এটি অষ্টম সিজ়ন। জ়ি বাংলা কর্তৃপক্ষ জানিয়েছেন আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই দুই রিয়্যালিটি শো-এর সম্প্রচার।