অর্ধ শতক পেরিয়ে বড়পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’
কলকাতা: বড়পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। গতকাল সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এই ছবির কথা ঘোষণা করলেন পরিচালক। ছবির মুখ্য চরিত্রে থাকছেন জিতু কমল, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, সোহিনী সরকার ও অনুষ্কা চক্রবর্তী। অবশ্য কে কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি অরুণ।
১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেন সত্যজিৎ রায়। মূল চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শর্মিলা ঠাকুর, কাবেরী বসু ও সিমি গরেওয়াল। অসীম, সঞ্জয়, হরি ও শেখর, এই চার বন্ধুর কলকাতা ছেড়ে পালামৌ জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত উপন্যাস অবলম্বনে ছবি করার সময় অনেক কিছুই পাল্টে দিয়েছিলেন সত্যজিত। মূল কাহিনীর সেই অধরা অংশকেই বেছে নিয়েছেন অরুণ।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“আমার ছবিটি হুবহু উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে,” সংবাদমাধ্যমকে বললেন অরুণ। “তবে এই ছবির প্রেক্ষাপট হবে বর্তমান সময়। আমি দেখেছি যে ২৮-২৯ বছরের ছেলেদের জীবনে বিশেষ কিছু কারণে বিতৃষ্ণা বা একঘেয়েমি আসে। সেটা মূল উপন্যাসের চরিত্ৰগুলির মধ্যে যেমন দেখা গিয়েছিল বর্তমান যুগেও তা সমান প্রাসঙ্গিক। যে সকল দর্শকের মূল উপন্যাসটি পড়া তারা ছবিটি দেখলেই তা বুঝতে পারবেন।”
এর আগে ‘এগারো’, ‘হীরালাল’, ‘৮/১২’-এর মতো ইতিহাস নির্ভর ছবি তৈরি করেছেন অরুণ। বিল্পবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে সম্প্রতি ‘বাঘাযতীন’ ছবিরও ঘোষণা করেছেন তিনি। এবার সাহিত্য নির্ভর ছবির প্রতি আগ্রহী হয়েছেন পরিচালক। এর কারণ হিসেবে ‘অরণ্যের দিনরাত্রি’ তাঁর অন্যতম প্রিয় উপন্যাস বলে জানালেন অরুণ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন জিতু। এবার ‘অরণ্যের দিনরাত্রি’র অন্যতম মুখ্য চরিত্রে তিনি। তাহলে কি কোনওভাবে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তিনি সত্যজিৎ প্রভাবী হয়ে পড়ছেন?
“না, কোনওভাবেই নয়,” রেডিওবাংলানেট-কে বললেন জিতু। “আমি সব ধরণের ছবি করতেই ভালোবাসি। আমরা তো অভিনেতা, তাই সেক্ষেত্রে কোনও বিশেষ গোত্রের মধ্যে পড়া আমাদের উচিত নয়। এটাই আমি মনে করি। তবে বর্তমানে আমরা তো ভালো কিছু রপ্ত করতে পারি না। তাই সেখানে যদি আমার নামের সঙ্গে বারবার এই মহান ব্যক্তির নাম যুক্ত হয়, সেটা তো ভালো কথা।”
জিতু ছাড়া উপন্যাসের চার বন্ধুর অন্য দুজনের ভূমিকায় দেখা যাবে অর্ণ ও কিঞ্জলকে। অরুণের পরিচালনায় এই নিয়ে বেশ কয়েকটি কাজ করলেন তাঁরা। অর্ণর কথায়, “অরুণদার সঙ্গে কাজ করাটা এখন প্রায় অভ্যেস হয়ে গিয়েছে। এরকম একটি উপন্যাসের অংশ হতে পেরে ভালো লাগছে। যেহেতু এর আগেও এই একই কাহিনী নিয়ে ছবি হয়েছে তাই তুলনা এবং সমালোচনা দুটোই আসবে জানি। আমরা সাধ্যমত আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকিটা ছবি দেখার পর দর্শক বলবেন।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
অবশ্য চতুর্থ বন্ধুর ভূমিকায় কে থাকবে তা নিয়ে কিছু জানাননি অরুণ। ছবির মুখ্য একটি নারী চরিত্রে থাকবেন সোহিনী। তবে অপর্ণা, জয়া বা দুলির মধ্যে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। ছবির সঙ্গীত পরিচালনা কববেন সৌম্য ঋত।
আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুটিংয়ের জন্য কলকাতা ছাড়াও কোনও এক জঙ্গলকে বেছে নেবেন পরিচালক।
সব কিছু ঠিক থাকলে ২০২৩-এর পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’।
ছবি: গার্গী মজুমদার