ধর্ষণের বিরুদ্ধে বার্তা দেবে ‘রুদ্র’
RBN Web Desk: একটা গোটা জাতির মানুষ আজ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। ঠিক এই সময়েই বাংলায় এ বিষয়ে একাধিক ছবি তৈরিই বলে দেয় শিল্পীরাও তাঁদের কাজের মাধ্যমে এই হিংস্রতার প্রতিবাদে সরব হচ্ছেন। পরিচালক রাজকুমার সাইন ও বাপ্পাদিত্য নন্দীর আগামী ছবি ‘রুদ্র’ (Rudraa) এই বিষয়কে ভিত্তি করেই তৈরি হতে চলেছে। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, কুন্তল ঘোষাল, অনন্যা গুহ, লাবনী সরকার, মৌপ্রিয়া গোস্বামী, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী ও শ্রীরূপা ঘোষাল।
মানব সমাজে ধর্ষণ এক অতীব ঘৃণ্য কাজ। এই কাজ করলে অপরাধীকে কঠিন শাস্তি পেতে হবে, ছবির মূল বক্তব্য এটাই। এই বিষয়কে কেন্দ্র করে এক ভিন্নধর্মী গল্পে দেখা যাবে কুন্তল ও অনন্যাকে। ছবির নামভূমিকায় রয়েছেন কুন্তল।
ছবির গল্প রুদ্র ও শ্রীপর্ণাকে নিয়ে। কলেজ ছাত্র রুদ্র নেশার জগতে বাস করে। তার জীবনে কোনও ভালোবাসার মানুষ নেই। প্রেম ভালোবাসাকে সে টাইমপাস হিসেবেই দেখে। একাকিত্ব তাকে ঠেলে দেয় নেশার দুনিয়ায়। এমন একটা সময় তার সঙ্গে দেখা হয় শ্রীপর্ণার। তাকে ভালোবেসে জীবনের মূল স্রোতে ফিরতে চায় রুদ্র। কিন্তু নেশার কবল থেকে নিজেকে সরিয়ে এনে সুস্থ হয়ে ওঠার সময় রুদ্রর জীবনে ঘটে যায় বিরাট বিপর্যয়। একদিন রাতের অন্ধকারে আচমকা ধর্ষিতা হয় শ্রীপর্ণা। রুদ্র কী করবে এবার?
আরও পড়ুন: কঙ্গনার পরবর্তী ছবি
ছবি প্রসঙ্গে কুন্তল জানালেন, “এই ছবিতে পুরোপুরি আলাদা একটি গল্প বলা হয়েছে। সমাজে ধর্ষণ কতটা ঘৃণ্য কাজ সেটা এই ছবিতে দেখানো হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সকলকে প্রতিবাদ করতে হবে, সেটাই এই ছবিতে জানানো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে এই ছবি”।
ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। তার মধ্যে একটি গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।
এ মাসেই বড়পর্দায় মুক্তি পাবে ‘রুদ্র’।