ছবি পরিচালনায় এলেন সোহাগ সেন
RBN Web Desk: থিয়েটার জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। এর আগে তাঁকে বহুবার দেখা গিয়েছে মঞ্চে, ছবিতে। প্রশিক্ষক হিসেবে তাঁর স্থান অভিনেতাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সেই সোহাগ সেন এই প্রথম ক্যামেরার পিছনে এলেন। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের ভাবনায়, স্বল্পদৈর্ঘের ছবি ‘দ্য সরো অফ লাভ’-এর রূপকার এবং পরিচালক তিনি।
বিশ্বজুড়ে এক মারণ ভাইরাস বদলে দিয়েছে জীবনের গতিপ্রকৃতি। বদলে দিয়েছে সম্পর্কের সমীকরণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবাই বুঝতে শিখেছে মানুষ আসলে কতটা মানুষের জন্য।
অর্ণব আর তৃণার সম্পর্কটাও এই ভাইরাসে আক্রান্ত। সামাজিক দূরত্বের অন্ধকারে তলিয়ে যেতে যেতেও ভালোবাসার নোঙর ধরে ভেসে থাকার গল্প ‘দ্য সরো অফ লাভ’।
আরও পড়ুন: জন্মদিনে ‘পূরবী’র সুচিত্রা-স্মরণ
এই ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায় দাশগুপ্ত, রুদ্ররূপ মুখোপাধ্যায়, স্বরূপা ঘোষ এবং সোহাগ নিজে।
“গল্পকার হিসেবে এই পরিস্থিতির কথা তুলে ধরা খুব একটা কঠিন না হলেও, পরিচালক হিসেবে নিজের ধারা বজায় রেখে, এই নতুন প্রজন্মের সঙ্গে কাজ করাটা বেশ মজার,” জানালেন সোহাগ।
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ঈশান পাবলো ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শংকর।