পছন্দের বিষয়ই হোক পেশা, বার্তা টিম ‘বৌদি ক্যান্টিন’-এর
কলকাতা: পরিবার বা আর পাঁচজনের চাপে নয়, ব্যক্তিগত পছন্দের বিষয়ই হোক পেশা, এমন বার্তাই দিল টিম ‘বৌদি ক্যান্টিন’। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেল গতকাল। ‘বৌদি ক্যান্টিন’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনসূয়া মজুমদার, সোহম চক্রবর্তী ও পুষণ দাশগুপ্ত।
পরিচালনার পাশাপাশি ছবিতে শুভশ্রীর স্বামী সৌরিশের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। তিনি বললেন, “সমাজে খুব সহজেই অন্যের ওপর কোনও পেশা আরোপ করে দেওয়া হয়। যেমন, কোনও পুরুষকে অমুক বয়সের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে, বা একজন নারীর নির্দিষ্ট কিছু পেশা থাকবে। ‘বৌদি ক্যান্টিন’-এ এই ধারণাগুলোর বিরুদ্ধেই আমরা প্রশ্ন তুলেছি। ছবিতে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, তা বহু বাঙালি পরিবারেই ঘটে থাকে। সামাজিক বার্তা থাকলেও, ‘বৌদি ক্যান্টিন’ খুবই সহজ, সপরিবারে দেখার মতো ছবি।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
শুভশ্রীর অভিনীত চরিত্রের নাম পৌলমী। পরমব্রতর থেকে এক লাইনে গল্পের বিষয় শুনেই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান তিনি। “চিত্রনাট্য তৈরি হওয়ার সময় বুঝলাম, আমরা সাধারণত যেভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে থাকি, এই ছবির গল্প একেবারে অন্যভাবে সেই বার্তা পৌঁছে দেয়। নারী স্বাধীনতা মানে কখনওই পুরুষের মতো হওয়া নয়। একজন নারী যদি পছন্দের পেশা বেছে নেয় বা ভালো করে সংসারটাই করতে চায়, সে তখন তাঁর মতো করে স্বাধীন,” বললেন শুভশ্রী।
ছবিতে পৌলমীর শাশুড়ি সুরভীর ভূমিকায় অভিনয় করেছেন অনসূয়া। বেশ দাপুটে চরিত্রে দেখা যাবে তাঁকে। পৌলমীর ক্যান্টিন খোলার ঘোর বিরোধী তিনি। তবু শেষে গিয়ে দুজনের সম্পর্কে একটা উত্তরণ ঘটে বলে জানালেন অনসূয়া। “সুরভী একটি এনজিওতে কাজ করলেও পৌলমীর ব্যবসা শুরু করার সিদ্ধান্তটা সে মেনে নিতে পারে না। এই নিয়ে তার ছেলের সঙ্গেও একটা টানাপোড়েন শুরু হয়। পরে সে তার পুত্রবধূর কাজকে সম্মান করতে শেখে,” বললেন অনসূয়া।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
জয় সরকারের সঙ্গীত পরিচালনায় তিনটি গান থাকছে ছবিতে। গানগুলি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও দীপাংশু আচার্য।
‘বৌদি ক্যান্টিন’-এর চিত্রনাট্য লিখেছেন সোমশ্রী ঘোষ ও সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবির সংলাপও লিখেছেন সম্রাজ্ঞী। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন তিয়াস সেন।
৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী