ওয়েব সিরিজ়ে শেখর কাপুর
RBN Web Desk: ওয়েব সিরিজ় পরিচালনায় আসছেন শেখর কাপুর। আমিশ ত্রিপাঠীর লেখা জনপ্রিয় ‘শিবা ট্রিলজি’র প্রথম বই ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’ অবলম্বনে এই সিরিজ় পরিচালনা করতে চলেছেন শেখর। তিনি মনে করেন আমিশের এই বই শুধুমাত্র পুরাণ নয়, আধুনিক গল্প বলার ধারাও এখানে লক্ষ্য করা যায়।’
এর আগে বেশ কয়েকবার ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’ নিয়ে ছবি করার কথা উঠেছিল। ২০১২ সালে এই বই নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন করণ জোহর। মুখ্য ভূমিকায় হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল। করিনা কাপুর খান ও বিদ্যা বালনকেও নেওয়ার কথা চিন্তাভাবনা করেছিলেন করণ। তবে সেই ছবি নিয়ে কাজ কিছু এগোয়নি। শোনা যায় হলিউডেও ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’ অবলম্বনে কাজ হওয়ার কথা হয়েছিল।
আরও পড়ুন: মাধুরী, মাসাবার সঙ্গে একই সিরিজ়ে স্বস্তিকা
তবে শেখর কবে থেকে কাজ শুরু করবেন তা এখনও জানা যায়নি।
১৯৯৮ ও ২০০৭ সালে শেখরের পরিচালিত ‘এলিজ়াবেথ’ ও ‘এলিজ়াবেথ: দ্য গোল্ডেন এজ’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায়।