এতই ভয় যে দুটো খুনের হুমকি দিতে হল? প্রশ্ন অপর্ণার
RBN Web Desk: মাত্র ৪৯ জন একটা খোলা চিঠি লিখল, আর তাতেই দুটো খুনের হুমকি চলে এল? তার মানে বুঝতে হবে, যাঁদের উদ্দেশ্য ওই চিঠিটা লেখা হয়েছে তাঁদের নিশ্চয়ই কোথাও আঁতে ঘা লেগেছে, এমনটাই বললেন পরিচালক অপর্ণা সেন।
২৩ জুলাই ৪৯ জন বিদ্বজন ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনা ঘটে চলছে অভিযোগ করে দেশে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই খোলা চিঠিতে অপর্ণা সহ স্বাক্ষর করেন আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, রামচন্দ্র গুহ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগল, শুভা মুদগল, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত ও গৌতম ঘোষের মত বিশিষ্টজনেরা।
সাইকো থ্রিলারে প্লেব্যাক করলেন ঋতুপর্ণা, শ্রীলা
এই চিঠির জেরেই ২৪ জুলাই কৌশিক অভিযোগ করেন যে একটি অজানা নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। ২৫ জুলাই তাঁকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনুরাগ। তবে ওই একই দিনে, অপর্ণা-সৌমিত্রদের চিঠির বিপক্ষে মোদীকে সমর্থন জানিয়ে এক পাল্টা খোলা চিঠি লেখেন দেশের সংস্কৃতি জগতের ৬১ জন। এই চিঠিতে স্বাক্ষর করেন বিশ্বমোহন ভট্ট, প্রসূন যোশী, মধুর ভান্ডারকর, কঙ্গনা রানাওয়াত ও পল্লবী যোশীর মত বিশিষ্টরা। অভিনেত্রী পার্নো মিত্র ও প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও সই করেন এই চিঠিতে।
মনুষ্যত্বের থেকেও কি গোত্র বড়? মুক্তি পেল ট্রেলার
বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ গতকাল সংবাদমাধ্যমকে বলেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে ৪৯ জন বিদ্বজন যে চিঠিটা দিয়েছেন, তা অত্যন্ত স্বাভাবিক ও প্রাসঙ্গিক। কিন্তু তার পাল্টা চিঠিটা একেবারেই রাজনৈতিক স্বার্থে। প্রথম চিঠিতে যাঁরা সই করেছিলেন, তাঁরা শুধু পশ্চিমবঙ্গের হিংসাত্মক ঘটনা নিয়ে বলেননি, গোটা দেশে বেড়ে চলা হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন।”