বাবার ‘লক্ষ্মী ছেলে’ উজান
RBN Web Desk: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, মুখ্য অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। অর্থাৎ পিতা-পুত্র জুটি। কৌশিকের পরিচালনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করতে চলেছেন উজান। ছবির নাম ‘লক্ষ্মী ছেলে’। আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল এই ছবি।
তবে চমকের এখানেই শেষ নয়। ‘লক্ষ্মী ছেলে’ প্রযোজনার দায়িত্বে থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই প্রথম শিবু-নন্দিতার প্রযোজনায় ছবি পরিচালনা করছেন কৌশিক। এর আগে এই জুটির প্রযোজনায়, পাভেলের ‘রসগোল্লা’ ছবিতে অভিনয় করেছেন উজান। বড় পর্দায় সেটাই ছিল তাঁর আবির্ভাব।
‘লক্ষ্মী ছেলে’র গল্পটা ঠিক কি নিয়ে?
বর্তমান প্রজন্মের তরুণদের প্রতি সমাজের একটা অবজ্ঞা তৈরি হয়েছে। অনেকেই মনে করেন, এই প্রজন্ম আগের সমস্ত ভালো কিছুকে নস্যাৎ করে সমাজে অন্ধকার নামিয়ে এনেছে। এই ধারণা ভুল প্রমাণ করতেই ‘লক্ষ্মী ছেলে’-র আবির্ভাব।
যে জন থাকে মাঝখানে
ছবি সম্পর্কে খুব বেশি মুখ খুলতে চাননি কৌশিক। তবে জানালেন, “উজানের জন্য চিত্রনাট্য লিখতে গিয়ে আমাকে যে পরিমাণ খাটতে হয়েছে সেটা আগে কখনও করতে হয়নি।” শ্যুটিং চলাকালীন বাবা-ছেলের সম্পর্কটা যে অনেকটা হেডমাস্টার আর ছাত্রের মতই হবে, সেটাও জানালেন ‘নগরকীর্তন’ পরিচালক।
আগস্ট থেকে শুরু হবে ‘লক্ষ্মী ছেলে’র শ্যুটিং।