সাইকো থ্রিলারে গোয়েন্দা অম্বরীশ, ব্যবসায়ী রাহুল
কলকাতা: পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরবর্তী ছবি ‘সামসারা’তে এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। অন্যদিকে রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন এক ব্যবসায়ীর ভূমিকায়। অম্বরীশ ও রাহুল ছাড়াও সাইকোজলিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সমদর্শী দত্ত, তনুশ্রী চক্রবর্তী ও দেবলীনা কুমার।
ছোটবেলার তিন বন্ধু অতনু (ঋত্বিক), চন্দন (রাহুল) ও বিক্রমের (ইন্দ্রজিৎ) দেখা হয় বহুদিন পরে। প্রত্যেকেই নিজের নিজের জীবনে ব্যস্ত। আর্থিক দিক থেকে সকলের অবস্থা আজ সমান না হলেও তা কখনওই বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়ায় না। হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়ে তারা, উদ্দেশ্য সপ্তাহান্তের ছুটিতে চুটিয়ে মজা করা। গন্তব্য সামসারা। সেই জায়গায় পৌঁছনোর পর, তিনজনের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।
সংক্রামক নয় ভিটিলিগো, বোঝাবে সমুদ্র দাশগুপ্তর ছবি
রেডিওবাংলানেট-কে রাহুল জানালেন, “চন্দনের চরিত্রটা খুব সাধারণ মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এলেও সে নিজের চেষ্টায় জীবনে অনেক উন্নতি করেছে। প্রথম জীবনে সে একজন সাধারণ হিসাব রক্ষক ছিল একটি গয়নার দোকানে। সেখান থেকে এখন সে সেই দোকানের পঞ্চাশ শতাংশের অংশীদার হয়ে উঠেছে। কিন্তু এই উঠে আসার পথে সে এমন কিছু কাজ করেছে যার অপরাধবোধটা তার মধ্যে রয়ে গেছে। সামসারায় গিয়ে এই অপরাধবোধটার সঙ্গে চন্দনের দেখা হয়।”
যে জন থাকে মাঝখানে
নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে অম্বরীশ জানালেন, “আমার চরিত্রটা একজন ডিটেকটিভ অফিসারের। গোটা ছবি জুড়ে এই তিন বন্ধুর একজনকে সে নানাভাবে উত্যক্ত করে চলে একটি কেসের কারণে। তার হাবভাব, কথা বলার মাধ্যমে অশ্লীল ইঙ্গিত সারা ছবি জুড়েই বিরক্তির আবহ তৈরি করলেও আসল মানুষটা কিন্তু তেমন নয়।”
২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘সামসারা’।
ছবি: অর্ক গোস্বামী