সাইকো থ্রিলারে প্লেব্যাক করলেন ঋতুপর্ণা, শ্রীলা
RBN Web Desk: ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি ‘পার্সেল’-এ প্লেব্যাক করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলা মজুমদার। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। প্লেব্যাক করা ছাড়া দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন এই দুই অভিনেত্রী। এছাড়াও ‘পার্সেল’-এ রয়েছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য।
‘পার্সেল’-এ জনপ্রিয় লোকসঙ্গীত ‘বৃন্দাবন বিলাসিনী’ নতুন করে শোনা যাবে ঋতুপর্ণার কণ্ঠে। অন্যদিকে শ্রীলা গেয়েছেন ‘আমার রাত পোহালো’ রবীন্দ্রসঙ্গীতটি।
এর আগে ইন্দ্রাশিসের ‘বিলু রাক্ষস’ এবং ‘পিউপা’রও সঙ্গীত হেঁসেল সামলেছেন জয়। সংবাদমাধ্যমকে ইন্দ্রাশিস জানালেন যে ছবির গান এবং যন্ত্রানুষঙ্গ কি হবে সেই দায়িত্ব তিনি সম্পূর্ণ ছেড়ে দেন জয়ের ওপর। বহুদিন ধরে তাঁরা একসঙ্গে কাজ করছেন। ছবির চাহিদাটা জয় ভীষণ ভালো বুঝতে পারেন। এই ছবির ক্ষেত্রেও অসাধারণ কাজ করেছেন তিনি, এমনটাই জানালেন ইন্দ্রাশিস।
যে জন থাকে মাঝখানে
ঋতুপর্ণা ও শ্রীলার গান ছাড়াও সুইডেনের শিল্পী যোফি কাস্পরোভার বাঁশি এবং ইজ়রায়েলের আক্রম আব্দুলফাতহের বেহালাও শোনা যাবে ‘পার্সেল’-এ।
এই প্রথম কোনও সাইকোলজিক্যাল থ্রিলার অবলম্বনে ছবি পরিচালনা করলেন ইন্দ্রাশিস। প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘পার্সেল’কে পাঠাতে আগ্রহী তিনি।
এ বছরের শেষদিকে অথবা জানুয়ারিতে মুক্তি পাবে ‘পার্সেল’।