‘ভয়’ পড়ে শিউড়ে উঠেছিলাম: অনুরাধা
RBN Web Desk: সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী ‘ভয়’ পড়ে শিউড়ে উঠেছিলেন তিনি, এমনটাই জানালেন অনুরাধা মুখোপাধ্যায়। এই কাহিনী অবলম্বনে তাঁর পরবর্তী ছবি ‘মায়া ভয়’ পরিচালনা করতে চলেছেন ইন্দ্রাশিস আচার্য। ছবির কেন্দ্রীয় চরিত্র দীপার ভূমিকায় দেখা যাবে অনুরাধাকে।
সঞ্জীবের কাহিনীতে ছোটবেলায় এক পৈশাচিক পরিবেশে বড় হতে থাকে দীপা। মায়ের মৃত্যুর পর সে চলে আসে মামার কাছে। সেখানকার পরিবেশ আবার ঠিক উল্টো। পাশাপাশি সে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয় যা অনুচিত বলে মনে হয় তার। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে দীপা। তখনই সৃষ্টি হয় তার অস্তিত্বের সংকট।
এর আগে শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সোয়েটার’-এ শ্রীলেখা ওরফে শ্রীর চরিত্রে অভিনয় করলেও, একেবারে ছবির মূল চরিত্রে এই প্রথম রয়েছেন তিনি। একটু কি নার্ভাস লাগছে? “ঠিক তা নয়। নার্ভাসের থেকেও অনেক বেশি উত্তেজিত আমি,” রেডিওবাংলানেট-কে বললেন অনুরাধা। “এমন কিছু গল্প থাকে যা পড়ার পর গলার কাছে কান্না আটকে যায়, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়। দীপা ঠিক সেরকমই একটি চরিত্র। এরকম একটা চরিত্রে অভিনয়ের সুযোগ সচরাচর আসে না।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
কীভাবে ইন্দ্রাশিসের ছবিতে এলেন তিনি? “আমার অভিনয়ের কিছু অংশ ইন্দ্রাশিসদার পছন্দ হয়েছিল। এছাড়া দীপার চরিত্রের জন্য আমার বয়সটা মানানসই। চরিত্রটা যখন আমাকে প্রথম পড়ে শোনানো হয় তখন উনি আমাকে জিজ্ঞেস করেন, ‘এটা তুই পারবি তো?’ আমি তখন বলি যে আমাকে পারতেই হবে,” বললেন অনুরাধা।
২০১৫ সালে মারাঠী ছবি ‘জানিবা’তে আত্মপ্রকাশ করেন অনুরাধা। এরপর তাঁকে দেখা যায় ‘ডেজ অফ তাফরি’ (২০১৬) এবং ‘পঞ্চলেট’ (২০১৭) ছবিতে। ‘সোয়েটার’ তাঁর অভিনীত প্রথম বাংলা ছবি।
আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’
‘মায়া ভয়’ তে দীপার মামা মামীর চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী এবং অপরাজিতা ঘোষ দাসকে। দীপার প্রেমিকের চরিত্রে থাকছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
ইন্দ্রাশিসের ছবি ছাড়াও অর্জুন দত্তর ‘গুলদস্তা’তেও কাজ করেছেন অনুরাধা। এই ছবির শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। বর্তমানে ‘তানসেনের তানপুরা’র ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন তিনি।
আগামী মাস থেকে শুরু হবে ‘মায়া ভয়’-এর শুটিং।