তিন বছর পর ‘বিক্ষোভ’ শ্রাবন্তীর, সামিল রজতাভও
RBN Web Desk: ‘বিক্ষোভ’-এ নামতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন শান্ত খান। তাঁদের এই উদ্যোগে সামিল রজতাভ দত্তও। তবে রাজপথ সংক্রান্ত হলেও, সত্যিই পথে নেমে ‘বিক্ষোভ’ করবেন না তাঁরা। বাংলাদেশে পথ নিরাপত্তাকে বিষয় করে ছবি তৈরি করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। সেই ছবিতেই অভিনয় করছেন শ্রাবন্তী, শান্ত ও রজতাভ। এছাড়াও রয়েছেন অমিত হাসান, শিবা শানু, রাহুল দেব ও অন্যান্যরা।
বছর চারেক আগে বাংলাদেশে পথ নিরাপত্তার দাবিতে স্কুল-কলেজের পড়ুয়াদের আন্দোলন নাড়িয়ে দিয়েছিল সে দেশের গোটা সমাজকে। সেই ঘটনাকে কেন্দ্র করেই ‘বিক্ষোভ’ পরিচালনা করেছেন রনি।
ছবিতে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। তাঁর এক ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন শান্ত।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এটি বাংলাদেশে শ্রাবন্তীর দ্বিতীয় ছবি। তিন বছর আগে, ২০১৯ সালে মহমম্দ মোস্তাফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’-এ অভিনয় করেছিলেন তিনি।
১০ জুন বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘বিক্ষোভ’।
ছবি: গার্গী মজুমদার