শবদেহ সৎকার নিয়ে নতুন ছবি ঘোষণা শিবপ্রসাদ-নন্দিতার

কলকাতা: হালকা হলদে রঙের মঞ্চে অজস্র ফ্রেম টাঙানো। সেই ফ্রেম থেকে ঝুলছে মালা। কাদের স্মৃতির উদ্দেশ্যে এই মালা? ফ্রেম তো ফাঁকা। স্টেজের ওপর এতগুলো ফ্রেমের কোনওটাতেই কারোর ছবি নেই। তাহলে এত স্মৃতির আয়োজন কিসের? উত্তর মিলল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। এই সমস্ত আয়োজন আসলে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরবর্তী ছবি ঘোষণার জন্য। ছবির নাম ‘অন্ত্যেষ্টি ডট কম’। বিষয়বস্তু কলকাতার বুকে শববহনকারী এক সংস্থার প্রতিষ্ঠা ও তার উত্তরোত্তর সাফল্য। আজ দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণায় শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ও শ্রুতি রেড্ডি। 

কেন বেছে নিলেন এমন একটা বিষয়? “শ্রুতির কথা আমরা জানতে পারি একটা পত্রিকা থেকে,” বললেন শিবপ্রসাদ। “কলকাতায় প্রথম শবদেহ সৎকার সংস্থা শুরু করে শ্রুতি। একটি মেয়ের এরকম একটা ব্যবসা শুরু করার ঘটনা পড়ে আমাদের মনে হয়েছিল ছবির বিষয় হিসেবে এটা খুব অন্যরকম হতে পারে। অনেক সংগ্রাম করার পরে শ্রুতি আজ নিজের ব্যবসাটাকে দাঁড় করাতে পেরেছে। কলকাতা তো এখন বয়স্কদের শহর হয়ে যাচ্ছে। তাই অনেক ক্ষেত্রেই মৃত্যুর পরে কেউ পাশে থাকেন না। সেই সময় দায়িত্ব নিয়ে সমস্ত সৎকার কার্যটা শ্রুতির সংস্থা সামলে দেন। সম্পূর্ণ একার চেষ্টায় এরকম অভিনব একটা ব্যবসায় নামা তো যেমন তেমন ব্যাপার নয়। তবে ছবিতে সমস্তটাই দেখানো হবে একটা নিটোল মজার গল্প হিসেবে।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

কীভাবে শুরু করলেন এরকম অভিনব একটি সংস্থা? “একটা সময় চাকরি ছেড়ে এই ব্যবসা শুরু করেছিলাম,” জানালেন শ্রুতি। “কেউই সঙ্গে ছিল না সেদিন। আমার মনে হয়েছিল বিয়ে বা জন্মদিনের জন্য যদি প্ল্যানার থাকে, তাহলে মৃত্যুর পরের নিয়মরক্ষার জন্য কেন কাউকে পাওয়া যাবে না? কিন্তু সেই সময় আমার ব্যবসার বিষয়টা শুনে কেউই এগিয়ে আসেনি।”

সেই শুরুর পর আজ শ্রুতিরা দশজমের টিম। তাঁদের সংস্থার প্রধান কার্যালয় কলকাতায়। এছাড়া বেঙ্গালুরুতেও এখন কাজ করছেন তাঁরা।

দু’বছর আগে শ্রুতির জীবনের গল্প নিয়ে ছবি করতে চেয়ে শিবপ্রসাদ তাঁকে ফোন করেন। অবশেষে সেই ছবির কাজ শুরু হতে চলেছে। ত্রিধারার এলাকাকে ঘিরেই তৈরী হবে ‘অন্ত্যেষ্টি ডট কম’। 

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা। তিনি জানালেন, “নারীকেন্দ্রিক গল্প আমার বরাবরই খুব পছন্দের। দর্শকদের মনে হতে পারে যে শবদেহ সৎকার ছবির বিষয় হলে সেটা খুব দুঃখের হবে। কিন্তু একেবারেই তা নয়। ছবিটা খুব মজার হতে চলেছে যা দেখে দর্শকদের ভালো লাগবে। বিষয়টা আমাদের খুব আগ্রহী করেছিল। এরকম অভিনব একটা কাজ একজন মহিলা কলকাতায় বসে করছেন এটা জেনে আমাদের মনে হয়েছিল এই গল্পটা মানুষের জানা দরকার।” 

ছবির অভিনেতা অভিনেত্রীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এ বছরই ছবির কাজ শুরু হবে বলে জানালেন পরিচালকদ্বয়।

ছবি: গার্গী মজুমদার 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *