সতীশ, অভয়, নিরুপমা, কিরণময়ীর সঙ্গে এবার রাবেয়া
কলকাতা: সতীশ, অভয়, নিরুপমা ও কিরণময়ীর সঙ্গে এবার থাকছে রাবেয়া। ‘চরিত্রহীন’-এর দুটি সিজ়নের পর পরিচালক দেবালয় ভট্টাচার্য নিয়ে আসছেন এই সিরিজ়ের পরবর্তী অধ্যায়। গতকাল শহরে এক অনুষ্ঠানে দেবালয় ছাড়াও সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন ‘চরিত্রহীন ৩’-এর শিল্পী ও কলাকুশলীরা।
‘চরিত্রহীন ৩’-এ সাইকিয়াট্রিস্ট রাবেয়ার ভূমিকায় থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রেডিওবাংলানেট-কে তিনি জানালেন, “কাজটা সাবলীলভাবে করলেও চিত্রনাট্যটা একদম সহজ ছিল না। এরকম একটা কঠিন চরিত্রে অভিনয় করাটাই আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তবে আমি সবসময় দর্শককে নতুন কিছু দিতে চাই। দেবালয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। আমাদের সকলের থেকে নিখুঁত অভিনয়টা বের করে নেওয়ার জন্য পরিচালক হিসেবে যা-যা অত্যাচার করার ও করেছে। সে পাহাড়ে চড়া হোক বা ৪২ তলা বাড়ির পাঁচিলে ওঠা।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এই সিরিজ়ে ছোট চুলে স্বস্তিকাকে এক ভিন্ন লুকে দেখা যাবে। “লকডাউন এবং এই সময়কালে নতুন করে কাজের তেমন আশা ছিল না। তাই একদম ছোট করে চুল কেটে ফেলেছিলাম। এই সিরিজ়ের জন্য যখন লুক সেট হচ্ছিল, আমি দুরকম লুকই রেখেছিলাম। কিন্তু ভাবিনি পরিচালকের পাশাপাশি বাকিরাও এতটা সাহস দেখাবেন। তবে আমার সুবিধাই হয়েছে। চুলের জন্য মেকআপে বিশেষ সময় লাগেনি,” হাসতে-হাসতে জানালেন তিনি।
স্বস্তিকার সঙ্গে কাজ করতে পেরে সকলেই উচ্ছ্বসিত। এই সিরিজ়ে আবারও সতীশের ভূমিকায় থাকছেন সৌরভ দাশ। “যাকে দেখে বড় হয়েছি, তার সঙ্গে কাজ করতে পারব কোনওদিন ভাবিনি। দেবালয়দাকে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য,” বললেন সৌরভ।
‘অভয়’-এর চরিত্রে থাকছেন সৌরভ চক্রবর্তী। জানালেন যে স্বস্তিকার সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম দিন ঘাবড়ে গিয়েছিলেন। “ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাই একটা দারুণ অভিজ্ঞতা। স্বস্তিকার জন্যই এবারের ‘চরিত্রহীন-৩’ খুব স্পেশাল,” বললেন তিনি।
আগের দুটি সিজ়নের মতোই ‘চরিত্রহীন ৩’-এও একাধিক সাহসী দৃশ্য থাকছে। “চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী হয়েছি। তবে আমি কোনওদিনই ন্যুড সিনে অভিনয় করব না। ‘চরিত্রহীন’ আমার কাছে ভীষণ স্পেশাল কারণ দর্শক কিরণময়ীকে পছন্দ করেছে,” জানালেন এই চরিত্রের অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
এবারও নিরুপমার ভূমিকায়’ থাকছেন মুমতাজ সরকার। টানা লকডাউনের পর প্রথম ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনিও খুশি।
“দর্শকের দাবিতেই আবারও কিরণময়ীকে কবর খুঁড়ে বার করতে হয়েছে,” বললেন দেবালয়।
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘চরিত্রহীন ৩’।
ছবি: গার্গী মজুমদার