তাহলে আসল টেঁপি কে?
RBN Web Desk: গ্রামের গরীব ঘরের মেয়ে টেঁপি। খেতে খুবই ভালোবাসে সে। একদিন শহরের এক ধনী পরিবারে ছেলে দীপের সঙ্গে বিয়ে হয় টেঁপির। একেবারে স্বপ্নের মত মনে হয় জীবন। কিন্তু শ্বশুরবাড়িতে কি সকলের মন জয় করে নিতে পারবে টেঁপি?
বড়লোক বাড়িতে বিয়ে হয়ে গেলেও টেঁপি থাকে নিজের মতই। আশ্চর্যের ব্যাপার, অবিকল টেঁপির মত দেখতে অন্য একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে সব কাজ করে দেয় প্রায় যন্ত্রের মত। টেঁপিকে কোনও কাজই করতে হয় না। তাহলে এদের মধ্যে আসল টেঁপি কে?
ভালো আছেন প্রতুল মুখোপাধ্যায়, গাইলেন ‘আমি বাংলায় গান গাই’
আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাবেন নতুন মেগা-ধারাবাহিক ‘কলের বউ’। দ্বৈত চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন তৃণা সাহা। তৃণা এর আগে কাজ করেছেন ‘খোকাবাবু’ ধারাবাহিকে। নায়ক দীপের চরিত্রে থাকছেন রোহন ভট্টাচার্য। ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে অভিনয় করে দারণ জনপ্রিয় হয়েছেন এই অভিনেতা।