স্মরণে সৌমিত্র, থাকছে নাটকের পোশাকও

কলকাতা: সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে একটি তার জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনী। গতকাল তার উদ্বোধন করলেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতার কন্যা পৌলমী বসু ও পুত্র সৌগত চট্টোপাধ্যায়, পরিচালক সুদেষ্ণা রায়। তাঁর দীর্ঘ অভিনয় জীবনের নানা মুহূর্তের ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। স্থিরচিত্রের পাশাপাশি একদিকে বড় স্ক্রিনে তাঁর বিভিন্ন অভিনয়ের কোলাজ করা ভিডিও দেখাবার ব্যবস্থাও রয়েছে।

প্রদর্শনী দেখে বেরিয়ে পৌলমী জানালেন, “খুবই সুন্দর, নিখুঁতভাবে সাজানো হয়েছে। খুব যত্ন নিয়ে কাজটা করেছেন ওরা। আমি আমাদের নাটকের কস্টিউম দিয়েছিলাম। আমার দাদা কবিতা সংক্রান্ত পুস্তিকায় লেখা দিয়েছে। আমিও একটা লেখা দিয়েছি। প্রচুর ছবি ছিল আমার কাছে, সেগুলোও দিয়েছি। তবে বেশিরভাগটাই ওরা নিজেদের দায়িত্বে সাজিয়েছেন। আমার খুব ভালো লেগেছে।” 

আরও পড়ুন: ভালোবাসার গানে হরিহরণ, বিক্রম

প্রদর্শনী দেখে গৌতম জানালেন, “এই অতিমারীর সময়ে আমরা বহু দুঃখ বয়ে নিয়ে চলেছি। তার মধ্যে অন্যতম হলো সৌমিত্রদার চলে যাওয়া। বাঙালি এখনো সেই শোক মেনে নিতে পারেনি। তাই এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওঁকে শ্রদ্ধা জানানোর দায়িত্ব আমাদের সকলের। উনি আমাদের সঙ্গে ছিলেন ও থাকবেন। একটা সময়ে একসঙ্গে ছবি করেছি আমরা, অনেক স্মৃতি ওঁকে নিয়ে। এবারের উৎসবকে সৌমিত্রদার জীবনের উদযাপন বলে মনে করুন সকলে। প্রদর্শনীটা সাজানোর জন্য খুব অল্প সময় ছিল, তার মধ্যেই খুব সুন্দর করে কাজ করেছেন ওরা। আমার ভালো লেগেছে।”

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *