আরও একবার খলনায়িকা সুদীপ্তা
RBN Web Desk: আরও একবার খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে প্রচারিত ধারাবাহিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’তে এই চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্নেহা দাস, রবি শ, টুম্পা পাল ও মোনালিসা পাল। এর আগে ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা।
আগামী পর্বগুলোতে কি ভাবে এগোবে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র গল্প?
চ্যানেল সূত্রে জানা গেছে যে এই ধারাবাহিকে সুদীপ্তা অভিনীত চরিত্রটির নাম বিশাখা। সে একজন বিষকন্যা। বিশাখা প্রতিজ্ঞা করে যে গল্পের দুই কেন্দ্রীয় চরিত্র কাঞ্চন (রবি) ও জ্যোৎস্নাকে (স্নেহা) বিষ প্রয়োগ করে প্রাণে মেরে ফেলবে। সেই উদ্দেশ্যে সে গোটা পৃথিবী বিষাক্ত করে তোলে। বিজয়নগরে দেখা দেয় দুর্ভিক্ষ। অথচ কি কারণে এমন অবস্থার সৃষ্টি হল, তা বুঝতে পারে না কেউ। পুরো কাজটাই বিশাখা করে কামিনীর (মোনালিসা) নির্দেশে।
আরও পড়ুন: সংক্রামক নয় ভিটিলিগো, বোঝাবে সমুদ্র দাশগুপ্তর ছবি
বিজয়নগরের এই দুর্দিনের জন্য সে কাঞ্চন ও জ্যোৎস্নাই দায়ী, সেটা প্রতিপন্ন করার জন্য ছ’জন সাধুকে রাজসভায় পাঠায় কামিনী। তারা বলে, জ্যোৎস্নার তন্ত্রমন্ত্রের কারণেই বিজয়নগরের ধ্বংস উপস্থিত।
সুদীপ্তাকে নিয়ে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র নতুন ট্র্যাক শুরু হবে ৯ আগস্ট থেকে।