অস্কার লাইব্রেরিতে সংরক্ষণ বাঙালি পরিচালকের মালায়ালম ছবির চিত্রনাট্য
RBN Web Desk: অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সের মার্গারেট হেরিক লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে বাঙালি পরিচালক অনীক চৌধুরীর মালায়ালম ছবি ‘কাট্টি নৃত্যম’-এর চিত্রনাট্য। দক্ষিণ ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী কথাকলি ও এক ব্যর্থ নৃত্যশিল্পীর কাহিনী নিয়ে এই ছবি তৈরি করেছেন অনীক। মহাভারতের প্রেক্ষাপটে বর্তমান সময়ের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে।
বাঙালি হয়ে হঠাৎ মালায়ালম ছবি পরিচালনা করার কথা মাথায় এল কীভাবে? উত্তরে অনীক রেডিওবাংলানেট-কে জানালেন, “কেরলের মানুষ, ওদের সংস্কৃতি, শিক্ষা আমাকে ভীষণ আকৃষ্ট করে। যেটা সব থেকে ভালো লাগে সেটা হল ওখানে সকলেই শিক্ষিত। তাই যা খুশি দেখিয়ে ছাড় পাওয়া যায় না। এছাড়া বাঙালি আর মালয়ালিদের মধ্যে ঐতিহ্যগত অনেক মিল আছে। সেটাও মালায়লি ছবি ভালো লাগার একটা বড় কারণ। আমি সেগুলো ‘কাট্টি নৃত্যম’-এ তুলে ধরার চেষ্টা করেছি। ওই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, সেই ভালোলাগা থেকেই ছবিটা তৈরি করলাম।”
আরও পড়ুন: কোনটা আসল? মুক্তির তিন দশক পর বিতর্কে ‘আশিকি’র গান
তবে অনীকের নিজের শহর যে তাঁর ছবি নিয়ে উদাসীন, তাই নিয়ে ক্ষোভও চাপা রাখলেন না তিনি। “নতুন পরিচালক হিসেবে ছবি করতে গিয়ে সবদিক থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছি তার এক শতাংশও বাংলা থেকে পাইনি,” বললেন অনীক।
‘কাট্টি নৃত্যম’-এ অভিনয় করেছেন রাহুল শ্রীনিবাসন, রুক্মিণী সরকার, সবুজ বর্ধন, অনুষ্কা চক্রবর্তী ও অরিত্র সেনগুপ্ত। এ বছর কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। শুধুমাত্র চলচিত্র উৎসব নয়, বড়পর্দায় দেশজুড়ে মুক্তি পেতে পারে ‘কাট্টি নৃত্যম’। তবে দেশের করোনা পরিস্থিতি যদি আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় তাহলে হয়তো বিকল্প উপায়ের সন্ধান করতে হবে বলে জানালেন অনীক।