পরিচালনায় আসাটা নেহাতই কাকতলীয়: অনির্বাণ
RBN Web Desk: পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। একটি নয়, দুটি ওয়েব সিরিজ় পরিচালনার দায়িত্ব এখন তাঁর কাঁধে। তার মধ্যে একটি উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মন্দার’। তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনায় আসাটা নেহাতই কাকতলীয় বলে জানালেন অনির্বাণ।
বেশ কয়েক বছর ধরেই ‘ম্যাকবেথ’ নিয়ে চিন্তাভাবনা করছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রযোজক সংস্থার উৎসাহে পরিচালনার দায়িত্ব নিলেন তিনি। “পরিচালক হব, সেভাবে কোনওদিন ভাবিনি। এটা কোনও পরিকল্পনাভিত্তিক পদক্ষেপ নয়। আমি এবং আমার দুই বন্ধু ‘ম্যাকবেথ’-এর ওপর চিত্রনাট্য লিখছিলাম। সেখান থেকেই ‘মন্দার’ করার কথা ভাবা হয়। পাকেচক্রে পরিচালনায় এসে পড়েছি বলা যায়,” রেডিওবাংলানেট-কে জানালেন অনির্বাণ।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
শেক্সপিয়রের বহু নাটকেই প্রেম, হিংসা, ক্ষমতার লড়াই, ষড়যন্ত্র, অনুতাপ, নাটকীয় মুহূর্ত, হতাশা, খুন, আত্মহত্যা সব মিলিয়ে জমজমাট প্রেক্ষাপট থাকত। মঞ্চ থেকে সেলুলয়েড প্রায় সর্বত্রই বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে তাঁর নাটক তুলে তুলে আনা হয়েছে এবং হচ্ছে। অনির্বাণের ‘মন্দার’-এর প্রেক্ষাপট বর্তমান সময়। সমুদ্র উপকূলবর্তী একটি অঞ্চলকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ। সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করবেন দেবাশীষ মণ্ডল। লেডি ম্যাকবেথকে কেন্দ্র করে গড়ে ওঠা চরিত্রটিতে থাকবেন সোহিনী সরকার। ডানকানের চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরী। ছবির চিত্রগ্রহণে থাকবেন সৌমিক হালদার।
অনির্বাণ পরিচালিত অপর সিরিজ়টি হলো স্বপনকুমার সৃষ্ট গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জিকে নিয়ে ‘বটতলার গোয়েন্দা’। ফেলুদা, ব্যোমকেশের মতো দাপুটে গোয়েন্দাদের ভিড়ে দীপক চ্যাটার্জিকে কতটা মেনে মেনে নেবেন দর্শক? “আমি আপাতত সেটা নিয়ে ভাবছি না,” উত্তরে বললেন অনির্বাণ। “দীপক চ্যাটার্জিকে আদৌ সিরিয়াস গোয়েন্দা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে কি না সেটাই এখনও ঠিক হয়নি। অবশ্যই তিনি পেশাদার গোয়েন্দা, রহস্যও থাকবে। তবে ঠিক প্রথাগত গোয়েন্দা বলতে আমরা যা বুঝি, এখানে হয়তো ঠিক সেভাবে দেখানো হবে না। তবে আগে চিত্রনাট্য লেখা শেষ হোক।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
গত শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত স্বপনকুমারের এই কাহিনীগুলিকে বটতলার উপন্যাস বলে অভিহিত করা হতো। কমদামী কাগজে ছাপা, পাতলা চটি বইয়ের আকারে গল্পগুলো ছাপা হতো। এই সিরিজ়ের বেশিরভাগ কাহিনীই বিদেশী পাল্প ফিকশন থেকে অনুপ্রাণিত। প্রায় একশোরও বেশি গোয়েন্দা গল্প লিখেছিলেন স্বপনকুমার। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো স্বপনকুমার ও দীপক চ্যাটার্জির নাম শোনেনি। তাই ‘বটতলার গোয়েন্দা’র হাত ধরে সেই নস্ট্যালজিয়া আরও একবার তরতাজা হতে চলেছে ।
তবে এই সিরিজ়ে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি বলে জানালেন অভিনেতা অনির্বাণ।
হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই দুটি সিরিজ়।
ছবি: প্রতিবেদক