ফেলুদা বনাম ফেলুদার মাঝে আবারও ‘সোনার কেল্লা’?

RBN Web Desk: সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে আর কয়েক মাসের মধ্যেই বড় পর্দা ও ওয়েব সিরিজ়ে নিয়ে আসছেন একাধিক পরিচালক, এ খবর নতুন নয়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছিন্নমস্তার অভিশাপ। শীতে তাঁরই পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। ডিজিটাল মাধ্যমে এছাড়াও ‘দার্জিলিং জমজমাট’ ও ‘টিনটোরেটোর যীশু’ নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছেন সৃজিত নিজেই। এই সবকটি সিরিজ়েই ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।

অন্যদিকে অভিনেতা-পরিচালক অরিন্দম শীল ‘গ্যাংটকে গণ্ডগোল’ অবলম্বনে ছবি করতে চলেছেন। এই ছবিতে ফেলুদা ও তোপসের চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়। এর আগে নিজের পরিচালিত ‘শেয়াল দেবতা রহস্য’-এ ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত।

আরও পড়ুন: খড়দহে গঙ্গাসাগর, ১৮০০ লোক নিয়ে মেলা বসাবেন রিঙ্গো

এদিকে ২৪ ডিসেম্বর তাঁর নতুন ছবি ‘শঙ্কু আর ফেলুদা’র মুক্তির দিন ঘোষণা করেছেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। এই ছবিতে ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তর অভিনয় করার কথা। তবে এই ছবির কাজ এখনও শুরু করেননি সন্দীপ। তাই সত্যজিতের জন্মশতর্ষে আদৌ ‘শঙ্কু আর ফেলুদা’ মুক্তি পাবে কিনা, তাই নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।




এরই মাঝে আবারও ‘সোনার কেল্লা’ উপস্থিত হতে পারে, এমন খবরও কান পাতলে শোনা যাচ্ছে টালিগঞ্জে। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত, সত্যজিৎ পরিচালিত ‘সোনার কেল্লা’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সর্বাধিক জনপ্রিয় ছবি হিসেবে গণ্য করা হয়। এই কাহিনীর ডিজিটাল স্বত্ত্বাধিকারী এখন পরমব্রত। তাই ওয়েব সিরিজ় হিসেবে ‘সোনার কেল্লা’ স্মার্টফোনের পর্দায় অচিরেই ভেসে উঠতে পারে এবং তার সম্ভাবনাও বেশ জোরালো বলেই টালিগঞ্জ সূত্রের খবর।   



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *