সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে নতুন ছবি ইন্দ্রাশিসের
RBN Web Desk: ছোটবেলা থেকে মানুষ যেভাবে বেড়ে ওঠে, যেসব ঘটনার সম্মুখীন হয়, তা তার মনে সুদূরপ্রসারী ছাপ রেখে যায়। তাই যার শৈশব সুন্দর, সে সারা জীবন তার সুফল পেতে থাকে। অন্যদিকে যার শৈশব অপ্রীতিকর অভিজ্ঞতা ও যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, তাকে সারাজীবন সেই কষ্টের ভার বয়ে বেড়াতে হয়। শৈশবের দিনগুলো ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে থেকে যায় তার জীবনে। এই নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী ‘ভয়’ অবলম্বনে ছবি করতে চলেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। ছবির নাম ‘মায়া ভয়’। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস।
ছবির মুখ্য চরিত্র দীপার ছোটবেলা কেটেছে কিছু বিকৃতমনস্ক মানুষ দিয়ে ঘেরা পৈশাচিক পরিবেশে। সেখানে মাঝে মাঝেই চেনা মানুষেরা অচেনা হয়ে ওঠে। অল্প বয়সে মাকে হারায় দীপা। কিছুদিন পরে সে চলে আসে তার মামারবাড়িতে। এখানকার পরিবেশ আবার ঠিক উল্টো। এক অন্য জীবন শুরু হয় দীপার।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
কিন্তু ছোটবেলার তিক্ত অভিজ্ঞতার আতঙ্ক দীপাকে ভেতরে ভেতরে শেষ করে দিতে থাকে। এসব থেকেই জন্ম নেয় অস্তিত্বের সঙ্কট, যা দীপাকে আরও অসহায় করে তোলে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার নিরন্তর প্রচেষ্টা করতে থাকে সে। মামা, মামী ও বন্ধু রঙ্গনের সঙ্গে দীপার মানসিক আদানপ্রদান ও আন্তরিক সম্পর্কের জেরে কীভাবে তার মানসিক উত্তরণ ঘটে তাই নিয়েই এগোবে এই মনস্তাত্ত্বিক গল্প।
‘মায়া ভয়’-এ সঙ্গীত পরিচালনায় দায়িত্ব সামলাবেন জয় সরকার, সম্পাদনায় সৌভিক দাশগুপ্ত। ছবিটি লেন্সবন্দী করবেন শান্তনু দে।
শীঘ্রই শুরু হবে ‘মায়া ভয়’-এর শুটিং।