কয়লা মাফিয়ার জীবন নিয়ে মীনাক্ষী-অভিষেকের নতুন থ্রিলার

RBN Web Desk: করোনা উত্তর যুগে সিনেমার শূন্যস্থান পূরণ করেছে ওয়েব সিরিজ়। রহস্যের প্রতি বাঙালির স্বাভাবিক আকর্ষণ ও চাহিদার কথা মাথায় রেখে তৈরি হয়ে চলেছে একের পর এক থ্রিলার। একই ধারা মেনে এবার পরিচালকদ্বয় অভিষেক ও মীনাক্ষী তৈরি করতে চলেছেন সুপারন্যাচারাল থ্রিলার ‘লস্ট’। এই সিরিজ়ে অভিনয়ে করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, রুদ্রাশিস মজুমদার, ইন্দ্রাশিস রায়, পৌলমী দাস, ঋষভ বসু, হুসনে শবনম ও হিয়া চক্রবর্তী। 

এক কয়লা মাফিয়ার জীবন নিয়ে আবর্তিত হবে সিরিজ়ের কাহিনী। অতীতে তার জীবন ঘটনাবহুল হলেও বর্তমানে তিনি মন্ত্রী হতে চলেছেন। এই পরিস্থিতিতে তার পরিবারে একটার পর একটা ঘটনা ঘটে চলে যার কোনও কারণ খুঁজে পাওয়া যায় না। এই নিয়েই এগোবে ছয় পর্বের ‘লস্ট’।

সিরিজ় প্রসঙ্গে অভিষেক রেডিওবাংলানেট-কে জানালেন, “প্লটটা একটু জটিল। আমরা অন্যভাবে গল্পটা ভাবতে চেয়েছিলাম। কিছু জিনিস ঘটবে যার কারণ লুকিয়ে আছে অতীতের ঘটনায়।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে শুরু হবে এই সিরিজ়ের শুটিং। ১০-১২ দিনের শুট শেষ করে আগামী বছর জানুয়ারী নাগাদ মুক্তি পাবে ‘লস্ট’।  “কিছু সুপারন্যাচারাল ক্ষমতা কাজ করছে এই ঘটনাগুলোয়। তবে তা ভূত নয়। আমাদের আগের ছবি ‘কুয়াশা যখন’ও থ্রিলার ছিল। আমি এবং আমার স্ত্রী মীনাক্ষী একটু অন্যরকম প্লট নিয়ে কাজ করতে ভালোবাসি। তবে বর্তমানে যে ধরণের থ্রিলার তৈরিই হচ্ছে সেরকম ডার্ক গল্প এটা নয়। রক্তারক্তির দৃশ্য থাকবে না এটুকু বলতে পারি, গল্পে যতটুকু প্রয়োজন তার থেকে বাড়াবাড়ি কিছু দেখানো হবে না”, জানালেন অভিষেক। 

সিরিজ়ের চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন প্রতিম দাস। সম্পাদনা করবেন প্রণয় দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় আছেন শমিক গুহ। চিত্রনাট্য স্বদীপ ভট্টাচার্যর।

২০২১-এ নতুন ওটিটি প্ল্যাটফর্ম ডিজিপ্লেক্স-এ মুক্তি পাবে ‘লস্ট’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *