মুক্তি পিছোল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র
RBN Web Desk: বড়দিনে নিজেদের ছোটবেলা ফিরে পেতে কুড়ি বছর পর, দার্জিলিংয়ে তাদের পৈতৃক বাড়িতে একজোট হয়েছে আইনজীবী নিশীথ দেবের পুত্রকন্যারা। ‘অভিলাষ’-এর দেখাশোনা করে স্থানীয় জগদীশ তামাং ও তার মেয়ে সুরিতা। বনেদি, উচ্চবিত্ত হলেও আর পাঁচটা সাধারণ পরিবারের মতো দেব পরিবারের মধ্যেও রয়েছে নানারকম জটিলতা। পরিবারের সকলের একত্রিত হওয়ার পেছনেও রয়েছে ‘অভিলাষ’। বৈষয়িক ক্ষতির জেরে পৈতৃক বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তিন ভাই। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিলীন হতে থাকে ছোটবেলার দিনগুলো। তবু সকলেই বিশ্বাস করে বাড়ির এই চার দেওয়ালের মধ্যেই রয়েছে সব ঠিক করে দেওয়ার ক্ষমতা। সব সমস্যার সমাধান হয় কিনা, তাই নিয়েই রাজর্ষি দের ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’।
এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, রূপঙ্কর বাগচি, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়রা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। সংঙ্গীত পরিচালনায় আশু চক্রবর্তী। গানের কথা লিখেছেন দুর্বা সেন ও রাজর্ষি।
আরও পড়ুন: বাংলা ধারাবাহিকে বাবুল?
করোনা অতিমারীর কারণে এর আগেও ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র মুক্তি দু’বার পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।