‘অন্নপূর্ণা’ রূপে আসছেন অনন্যা, সঙ্গে শান্তিলাল
কলকাতা: শৈশবে যার নিশ্চিন্ত আশ্রয়ে বেড়ে ওঠা থেকে নিয়ে বড় হয়েও যাকে ছাড়া একমুহূর্ত চলে না তিনি হলেন মা। পৃথিবীতে একমাত্র যার কোনও বিকল্প হয় না। সেই মাকে নিয়েই অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘অন্নপূর্ণা’। ছবির নাম ভূমিকায় থাকছেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। এছাড়াও অন্যান্য ভূমিকায় থাকবেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), ঋষভ বসু (Rishav Basu), শান্তিলাল মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন ও সুস্মিতা চট্টোপাধ্যায়। গতকাল ছবির আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন শিল্পীরা।
ছোট থেকে যে মায়ের হাত ধরে সবকিছু শেখা বড় হয়ে একটা সময় তার কথাই ভুলে যায় অনেকে। অন্নপূর্ণা অনেক স্নেহে-যত্নে মানুষ করেছেন নিজের মেয়েকে (দিতিপ্রিয়া)। কাজের জন্য একসময় মেয়েকে লন্ডনে চলে যেতে হয়। তখন মাকে ছাড়া তার চলে না। মা রাজি হয়ে যান মেয়ের কাছে গিয়ে থাকতে। কিন্তু সেখানে গিয়ে অন্নপূর্ণাকে ঘিরে ধরে একাকীত্ব। যে একাকীত্বের ভার কাটাতে রাজি নয় মেয়েও। সেই লন্ডনেই এক তরুণের সঙ্গে আলাপ হয় অন্নপূর্ণার। কিছুটা যেন বদলে যায় তার জীবন।
আরও পড়ুন: ডুয়ার্সের পথে কার্তিক আরিয়ান
ছবি প্রসঙ্গে অনন্যা জানালেন, “এটা সব মায়েরই গল্প। সারাজীবন সংসারের চাপে পড়ে সকলের জন্য দায়িত্ব পালন করে মা তার নিজের জন্য এতটুকু সময় বার করতে পারেন না। মা বলে কি তার কোন নিজস্ব অস্তিত্ব বা স্বপ্ন থাকতে নেই? আমার মেয়ে-জামাইয়ের চরিত্রে রয়েছে দিতিপ্রিয়া আর অর্ণ। এ গল্প সমসাময়িক এবং শহরের ঠিকই। তবু মায়েরা সত্যিই চিরকাল একইরকম থেকে যান। সেরকমই এক মায়ের চরিত্রে রয়েছি আমি।”
আরও পড়ুন: আবারও একসঙ্গে জন-অক্ষয়?
শান্তিলাল বললেন, “যে মা কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চান না একসময় মেয়ের প্রয়োজনে তাকে বিদেশে যেতে হয়। এরপর মায়ের জীবন কীভাবে বদলে যায় সেটাই এই ছবির গল্প। অন্নপূর্ণার স্বামীর চরিত্রে রয়েছি আমি। চরিত্রটা একটু অন্যরকম। যেমন সাধারণত আমাকে দেখা যায় এখানে সেরকম নয়। তবে এখনই বেশি কিছু বলা যাবে না। আমার চরিত্রের কিছু রহস্যময় দিক আছে যেগুলো ছবি দেখলে জানা যাবে। তবে এটা একটু ইমোশনাল গল্প, দর্শকের ভালো লাগবে এটুকু বলতে পারি।”
ছবির শুটিং হয়েছে কলকাতা ও লন্ডন মিলিয়ে। ছবিতে গান গেয়েছেন সোমলতা আচার্য ও ইমন চক্রবর্তী।
১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়