গৌরবের বিপরীতে এবার সত্যবতী ইশা
RBN Web Desk: গৌরব চক্রবর্তীর বিপরীতে এবার সত্যবতীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন ইশা সাহা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে নতুন একটি সিরিজ় আসতে চলেছে এক জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে। উল্লেখ্য, এই একই প্ল্যাটফর্মে আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজ়টিও।
ব্যোমকেশের ভূমিকায় এর আগেও অভিনয় করেছেন গৌরব। জনপ্রিয় সেই টেলিভিশন ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে ছিলেন ঋদ্ধিমা ঘোষ। তবে ঋদ্ধিমা বর্তমানে অন্য একটি ওয়েব মাধ্যমে সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন। সেই সিরিজ়ে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিরিজ়টির পরবর্তী সিজ়নের সম্প্রচার শুরু হওয়ার কথা কয়েকদিনের মধ্যেই।
আরও পড়ুন: লুকোনো আয়নায় নিজেকে চেনার প্রয়াস, মঞ্চস্থ হলো ‘প্রতিবিম্ব’
এদিকে সম্প্রতি বড় পর্দায় নতুন ব্যোমকেশ হিসেবে দেখা গেছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
গৌরব-ইশাকে নিয়ে ব্যোমকেশ সিরিজ়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনন্দন দত্ত।