আবারও একসঙ্গে জন-অক্ষয়?

RBN Web Desk: জন আব্রাহাম (John Abraham) ও অক্ষয় কুমার (Akshay Kumar) জুটি বেঁধে একাধিক কমেডি ছবি উপহার দিয়েছেন। তালিকার মধ্যে রয়েছে ‘গরম মশলা’ (Garam Masala), ‘দেশি বয়েজ়’ (Desi Boyz) ও ‘হাউজ়ফুল ২’ (Housefull 2)। ফের অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী জন।

এই আবহে শোনা যাচ্ছে, দুই তারকা নাকি দীর্ঘদিন ধরে একটি কমেডি ছবির জন্য আলোচনা করছেন। দু’জনেই কাজটি করার জন্য মুখিয়ে রয়েছেন। সঠিক চিত্রনাট্যের খোঁজ করছেন তাঁরা।

আরও পড়ুন: নতুন লুকে আনন্দ কর, নববর্ষেই ‘কিলবিল সোসাইটি’

সাম্প্রতিক সময়ে তারকার থেকেও কনটেন্ট নির্ভর ছবির ব্যবসা বক্স অফিসে বেশি হচ্ছে। একথা বিশ্বাস করেন জনও। সে কারণেই সঠিক চিত্রনাট্যের খোঁজ করছেন তাঁরা। অক্ষয় আর তিনি অনেকদিন ধরেই কথা বলছেন বলে জানিয়েছেন জন। ছবিটি দর্শকের জন্য বড় সারপ্রাইজ় হবে বলে দাবি করেছেন তিনি। 

ছবি: গেটি ইমেজেস




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *