তিলোত্তমার ভূমিকায় পায়েল, আবার উঠবে ‘প্রশ্ন’

কলকাতা: আরজি কর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও হত্যা এবং তার পরবর্তী ঘটনাক্রম অবলম্বনে আসছে ‘প্রশ্ন’। ছবিটি পরিচালনা করেছেন মিলন ভৌমিক (Milan Bhowmik)। গতবছর আগস্টে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় এক ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে গত কয়েক মাসে ঝড় বয়ে গিয়েছে গোটা রাজ্য তথা দেশের ওপর দিয়ে। প্রাথমিকভাবে একজনকে দোষী সাব্যস্ত করা হলেও গোয়েন্দা তদন্ত নিয়ে খুশি নয় মৃতা মেয়েটির মা বাবা এবং রাজ্যবাসী। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে ‘প্রশ্ন’।

বেশ কয়েক বছর পর এই ছবির মাধ্যমে টালিগঞ্জে আবার ফিরছেন ‘আমি যে তোমারই’, ‘ভালবাসার দিব্যি’ ছবির পরিচালক। ছবিতে তিলোত্তমার ভূমিকায় থাকছেন পায়েল সরকার (Payel Sarkar)। অন্যান্য ভূমিকায় থাকবেন তুলিকা বসু, রাজ ভৌমিক, স্বাগতা মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, খরাজ মুখোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, সুদীপ মুখোপাধ্যায়, বাসুদেব মুখোপাধ্যায় ও মৌবনী সরকার। গতকাল ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীরা।

আরও পড়ুন: ‘কেশরী ২’ জালিয়ানওয়ালাবাগে, ঘোষণা অক্ষয়ের

ছবির কাহিনি তিতলি নামের এক এমডি পাঠরত ডাক্তারির ছাত্রীকে নিয়ে। বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে শহরের এক মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে গেলেও সেখানে ক্রমাগত ঘটে চলা দুর্নীতি আর অব্যবস্থা তিতলিকে বাধ্য করে প্রতিবাদ করতে। তারপর এক রাতে হাসপাতলের ভেতর ঘটে যায় নারকীয় ঘটনা। পরদিন মৃতদেহ পাওয়া যায় তিতলির। তার মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, সমাজব্যবস্থার কাছে এবং জনগণের কাছেও। উত্তর পাওয়া যাবে কি? 

পায়েল রয়েছেন ছবির কেন্দ্রীয় চরিত্রে। তিনি জানালেন, “যে সময় তিলোত্তমা কাণ্ড ঘটে তার কয়েক মাস পরেই আমাদের ছবির কাজ শুরু হয়েছিল। ফলে সেই সময় সকলের মধ্যেই সেই ট্রমা ছিল। কিছুতেই বলতে পারব না অন্য ছবির মতো খুব আনন্দ করে কাজ করেছি বা এরকম কিছু। সকলেই খুব মানসিক চাপের মধ্যে থেকে কাজ করেছি আমরা। আমার মনে হয় দর্শকদের একবার অন্তত হলে গিয়ে ছবিটা দেখা উচিত।”

Paayel Sarkar

টিম ‘প্রশ্ন’

ছবিতে তিতলির মায়ের ভূমিকায় রয়েছেন তুলিকা। তিনি জানালেন, “আমি এমন এক মায়ের চরিত্রে অভিনয় করছি যে প্রথমে ধাক্কা খেলেও পরে লড়াই করে। আমরা ছবির মাধ্যমে একটা প্রশ্ন তুলেছি। আমার মনে হয় আরও বেশি প্রশ্ন ওঠা উচিত। তবেই উত্তর পাওয়া যেতে পারে। বারবার প্রশ্ন উঠুক, উত্তর চাওয়া হোক। অপরাধীর শাস্তি হবে কিনা এই নিয়ে যদি আমরাই সন্দেহ প্রকাশ করি তাহলে তো কোনওদিনই কিচ্ছু থামবে না। এই বিষয়টা নিয়ে ছবি করার জন্য মিলনদাকে আমার স্যালুট জানাই।”

মিলন জানালেন, “আরজি কর কাণ্ড সমাজের কাছে কিছু প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করছি কি? তাহলে নির্ভয়া কাণ্ডের পর কামদুনি, হাথরস, পার্ক স্ট্রিট বা আরজি করের মতো ঘটনা হয় কী করে? আইন করে কিছু লাভ হচ্ছে কি? ধর্ষককে ফাঁসি দেওয়ার পরেও তো ধর্ষণ বন্ধ হচ্ছে না। মানুষের সচেতনতা না বাড়লে কিছুই পাল্টানো যাবে না। প্রশ্নটা সেখানেই, আর সেই প্রশ্নের উত্তর দেবে এই ছবি।”

আরও পড়ুন: নারীর মানসিক দৃঢ়তাকে শ্রদ্ধাঞ্জলি

ছবিতে তিলোত্তমার বিশেষ বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন পরিচালকপুত্র রাজ। 

ছবিতে কোথাও ধর্ষণ এবং হত্যার দৃশ্য সরাসরি দেখানো হয়নি বলে জানা গেল। তাই সেন্সরের ছাড়পত্র পেতে কোনও সমস্যা তৈরি হয়নি। ঝাড়খণ্ড, অসম ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং। 

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বিশ্বনাথ হালদার। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পার্থসারথি চক্রবর্তী। সম্পাদনা করেছেন নির্মল পাড়ুই। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি কর ও সৌমিত্র কুন্ডু।

২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রশ্ন’। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *