ডুয়ার্সের পথে কার্তিক আরিয়ান
RBN Web Desk: উত্তরবঙ্গে শুটিং করছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ‘আশিকি ৩’ (Aashiqui 3) ছবির জন্য ডুয়ার্সের জঙ্গলে শুট করতে আজ মুম্বই থেকে কলকাতায় এসেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু (Anurag Basu)।
অবশেষে নির্মাতাদের ভেতর সমস্যা মিটে গিয়ে শুরু হলো বহু প্রতীক্ষিত মিউজ়িকাল ছবি ‘আশিকি ৩’-এর শুটিং। ২০২২ সালে ঘোষণা হয়েছিল ছবিটির। ‘আশিকি’ ফ্রাঞ্চাইজ়ির আগের দুটি ছবিই ব্লকবাস্টার হয়েছিল। তাই পরবর্তী পর্ব নিয়ে দর্শকের অপেক্ষা থাকা স্বাভাবিক।
১৯৯০ সালে মুক্তি পায় মহেশ ভট্ট পরিচালিত ‘আশিকি’। এরপর ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২’ ছবিটি। পরিচালক ছিলেন মোহিত সুরি। সেই সময় যৌথভাবে ছবির নির্মাতা ছিলেন মহেশ এবং মুকেশ ভট্ট ও ভূষণ কুমার। ‘আশিকি ৩’-এর টাইটেল কপিরাইট সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের মতের অমিল ঘটায় ২০২২ সালে ঘোষণা হয়েও থমকে যায় ছবির কাজ। অবশেষে সেই কাজ শুরু হলো।
আরও পড়ুন: অ্যাঞ্জেলিনাই অনুপ্রেরণা, জানালেন সৃজিত
ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে (Sreeleela)। শুরুতে এই চরিত্রে তৃপ্তি দিমরির নাম শোনা গিয়েছিল। আপাতত চালসার টিয়াবন এলাকায় চারদিন ধরে চলছে শুটিং। ২৭ মার্চ পর্যন্ত ডুয়ার্সে শুটিংয়ের পর গ্যাংটক, কালিম্পং ও দার্জিলিংয়ে শুটিং করবে টিম ‘আশিকি ৩’।
এর আগেও অনুরাগ উত্তরবঙ্গে শুটিং করেছেন। দার্জিলিংয়ে এর আগে তাঁর ‘বরফি’ ছবির শুটিং হয়েছিল।