প্রচারে অনুপস্থিত, বিতর্কের মাঝেই পরবর্তী ছবির তোড়জোড় অরিন্দমের
RBN Web Desk: ছবির ট্রেলার প্রকাশে খোদ পরিচালক অনুপস্থিত। অভিযোগ, তাঁকে ডাকা হয়নি। এর আগে কোনও বাংলা বা ভারতীয় ছবির ক্ষেত্রে এমন কাণ্ড ঘটেছে কিনা জানা নেই। এবার সেটাই ঘটল। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি ‘শিবপুর’-এর কোনও প্রচারেই দেখা গেল না তাঁকে। ছবির সমস্ত প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছন ‘শিবপুর’-এর নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর ও খরাজ মুখোপাধ্যায়।
সত্তরের দশকে হাওড়ার মাফিয়া গ্যাং নিয়ে তৈরি এই পুরোদস্তুর অ্যাকশন ছবির ট্রেলার দেখে অনেকেই একে ‘মির্জাপুর’ সিরিজ়ের সঙ্গে তুলনা করছেন। তবে ‘শিবপুর’ সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রযোজক-পরিচালক বিরোধ তুঙ্গে ওঠায় ছবির মূল বিষয়বস্তুও যেন খানিক ফিকে হয়ে গেছে। ট্রেলার প্রকাশে আমন্ত্রিত হলেও উপস্থিত ছিলেন না স্বস্তিকা। তিনি জানিয়েছেন, এই ছবির সঙ্গে জড়িত কোনও অনুষ্ঠানেই যাওয়ার প্রশ্ন ওঠে না।
আরও পড়ুন: অ্যাকশন কমেডি ছবিতে জিতু-শ্রাবন্তী জুটি
উল্লেখ্য, স্বস্তিকাকে প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত এক ব্যক্তির কুপ্রস্তাব দেওয়ার ঘটনা থেকেই সমস্যার শুরু। জনৈক সন্দীপ সরকারের মেল আইডি থেকে স্বস্তিকাকে কুপ্রস্তাব দিয়ে মেল করা হয়। প্রস্তাবে রাজি না হলে স্বস্তিকার অশ্লীল ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। শুরুতে প্রযোজকদের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। পরে সন্দীপ স্বীকার করেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় এক বন্ধুকে স্বস্তিকার মেল আইডি দিয়েছিলেন। সেই বন্ধুই নাকি এই কীর্তি করেছেন।
এরপর প্রযোজনা সংস্থার সঙ্গে নানা বিরোধ সত্বেও ছবির শ্যুটিং শেষ করেন অরিন্দম। পোস্টপ্রোডাকশনের জন্য ছবির প্রিন্ট স্টুডিওতে দেওয়া হলে, প্রযোজনা সংস্থা সেখান থেকে সেটি বার করার চেষ্টা করে। যদিও তখনও পোস্টপ্রোডাকশনের কাজ শেষ হয়নি। এরপর প্রযোজক অজন্তা সিংহ রায় সাংবাদিক বৈঠক করে অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। যেমন, অরিন্দম তাঁদের পছন্দমতো সুরকারকে দিয়ে ছবির সুর করতে অস্বীকার করেছেন, নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত খরচ করেছেন, পরমব্রতর অভিনীত অংশ কমিয়ে দিয়েছেন, মমতাশঙ্করকে নিয়ে শ্যুট করবার পরেও তাঁর অংশ রাখতে চাননি। অরিন্দম সমস্ত অভিযোগই উড়িয়ে দেন এবং প্রযোজকদের অপেশাদার বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: শরৎচন্দ্রের কাহিনি নিয়ে ছবিতে সুব্রত, মিথিলা, দেবযানী
৩০ জুন মুক্তি পেতে চলেছে ‘শিবপুর’। প্রিমিয়রে অরিন্দম ও স্বস্তিকা উপস্থিত থাকবেন না ধরেই নেওয়া যায়। অবশ্য অরিন্দমও বসে নেই। বিতর্কের মাঝেই ২০ জুন তাঁর পরবর্তী ছবি ঘোষণা করতে চলেছেন। দর্শক ‘শিবপুর’ ছবিটি দেখুক, এমনটাই চাইছেন তিনি।
ছবি: RBN আর্কাইভ