আবার বছর দশেক পর লক্ষ্মীছাড়ার নতুন অ্যালবাম
কলকাতা: ‘ঘুরে ফিরে তাই একই কথা/ডাঁয়ে বাঁয়ে আগে পিছু/জীবন চাইছে আরও বেশি/আরও বেশি কিছু!’ আরও একটু বেশি কিছু চাইতে গিয়েই অবশেষে লক্ষ্মীছাড়া নিয়ে এল চারটি গানের নতুন অ্যালবাম। ১৯৯৯ সালে নিজেদের যাত্রা শুরু করে বাংলা ব্যান্ড লক্ষ্মীছাড়া। গতকাল সব ব্যান্ড সদস্যদের উপস্থিতিতে মুক্তি পেল তাদের নতুন অ্যালবাম ‘এক দশক পর’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের সদস্য রাজীব মিত্র, গৌরব (গাবু) চট্টোপাধ্যায়, দেবাদিত্য চৌধুরী, সংকেত (পাংকু) ভট্টাচার্য, বোধিসত্ত্ব (বোধি) ঘোষ, জন পাল ও অনির্বাণ বব মজুমদার। উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র, রূপঙ্কর বাগচী, অনুপম রায়, শিলাজিৎ মজুমদার, অভিজিৎ (পটা) বর্মণ, সিদ্ধার্থ (সিধু) রায় ও প্রবুদ্ধ বন্দোপাধ্যায়।
শুরুর দিকে বিভিন্ন কলেজ সোশ্যাল, হোটেল ও পাবে গান গেয়ে প্রাথমিকভাবে পরিচিতি পেয়েছিল লক্ষ্মীছাড়া। ২০০১ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম। সেই আলব্যামে ‘কেয়ার করি না’, ‘শুধু চাই তোমায়’ গানগুলি প্রবল জনপ্রিয় হয়। দ্বিতীয় অ্যালবাম ‘জীবন চাইছে আরো বেশি কিছু’ এবং তৃতীয় অ্যালবাম ‘একা’র মাধ্যমে বাংলা ব্যান্ডের দুনিয়ায় পাকাপাকিভাবে জায়গা করে নেয় লক্ষ্মীছাড়া। তবে মাঝে প্রায় এক দশক তাদের নতুন কোনও গান মুক্তি পায়নি।
আরও পড়ুন: বড়পর্দায় সূর্যশেখরের বায়োপিক
অ্যালবামে থাকছে ‘ঘেঁটে যাচ্ছে সব’, ‘এখানে বিজ্ঞাপন মারিবেন না’, ‘পদবী’ ও ‘উপহার’ নামে চারটি গান। অনুষ্ঠানে ‘ঘেঁটে যাচ্ছে সব’-এর মিউজ়িক ভিডিও দেখানো হলো।
লক্ষ্ণীছাড়ার ভক্ত ও অনুগামীরা অনেকদিন ধরেই চেয়ে এসেছেন পরবর্তী অ্যালবাম আসুক। তাদের কথা ভেবেই এই নতুন অ্যালবামের পরিকল্পনা করা হয়েছে বলে ব্যান্ডের তরফে জানা গেল।
নিজেকে লক্ষীছাড়ার অভিভাবক বলে মনে করেন দেবজ্যোতি। জানালেন, “লক্ষীছাড়া নামটা তৈরি হয়েছিল একটা ছবির জন্য। সেই ছবির জন্য ‘পড়াশোনায় জলাঞ্জলি’ গানটা তৈরি হয়। সেটা রেকর্ড করেছিলাম আমি এবং সলিল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী। ছবিটা আর হয়নি, পরে সেটাই একটা ব্যান্ড হয়ে গেল। ওদের গান আমার খুব পছন্দের। নতুন ও পুরনো সদস্যরা মিলে বেশ কিছু রক গান তৈরি করেছে। আমরা (মহীনের ঘোড়াগুলি) করেছিলাম ‘আবার বছর কুড়ি পরে’, আর ওরা করছে ‘এক দশক পর’। এটা সত্যি মনে রাখার মতো একটা ঘটনা।”
আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?
সিঙ্গলসের যুগে দাঁড়িয়েও একটা গোটা আলব্যাম মুক্তি প্রসঙ্গে গৌরব জানালেন, “আমরাও প্রথমে ভেবেছিলাম সিঙ্গলস করব। কিন্তু যখন চারটে গান পরপর শুনলাম তখন মত পাল্টাতে বাধ্য হলাম। এই গানগুলো অনেকদিন আগেই তৈরি হয়েছিল। নানা কনসার্টে আমরা গেয়েও থাকি। অনেকেই বলছিল, এই গানগুলো কোথাও পাচ্ছি না কেন। আমরা বলতাম, এগুলো তো বেরোয়নি। তখন সকলে বলেছে, তারা গানগুলো প্লেলিস্টে রাখতে চায়। আর ওই চারটে গান একসঙ্গে শোনার পরে বুঝলাম এটার যে ইমপ্যাক্ট হচ্ছে সেটা একটা গানে কিছুতেই আসবে না। তাই চারটে গানই একসঙ্গে মুক্তি পাবে বলে ঠিক করি।”
যে কোনও মিউজ়িক অ্যাপে ‘এক দশক পর’ নাম দিয়ে খুঁজলে চারটে গানই পরপর শোনা যাবে বলে জানালেন তিনি। কিছুদিন পর এই আলব্যাম প্রকাশ উপলক্ষে একটি কনসার্টও হতে চলেছে বলে জানালেন গৌরব।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়