শরৎচন্দ্রের কাহিনি নিয়ে ছবিতে সুব্রত, মিথিলা, দেবযানী

RBN Web Desk: সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশিরভাগ লেখাই পাঠকের মনে করুণরসের সৃষ্টি করে। এক চাপা বিষণ্ণতা মনের মধ্যে জেঁকে বসে। সেই কারণেই হয়তো বহুবার, বিভিন্ন ভাষায় শরৎচন্দ্রের কাহিনি নিয়ে ছবি, টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ় তৈরি হয়েছে। সেই ধারা বজায় রেখেই পরিচালক অনির্বাণ চক্রবর্তী তাঁর নতুন ছবি ‘ও অভাগী’ ঘোষণা করলেন। শরৎচন্দ্রের ছোটগল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে এই ছবির নামভূমিকায় থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত ও দেবযানী চট্টোপাধ্যায়।

মাতৃহারা অভাগীর বাবা থেকেও নেই বলা চলে। পাশের গ্রামের রসিক বাগের সঙ্গে বিয়ে হওয়ার পর বছর পেরোতে না পেরোতেই জন্ম হয় কাঙালির। অপরদিকে, রসিক তাকে ছেড়ে চলে যায়। দুধের ছেলেকে নিয়ে অভাগী পড়ে থাকে ছোট কুঁড়েঘরে। তার ওপর নীচু জাতের হওয়ায় বিভিন্ন আচার-অনুষ্ঠানে তারা ব্রাত্য। কিন্তু মানুষের লালসা তো জাত দেখে আসে না! অভাগীর অবস্থা দেখে অনেকেই তাকে পুনরায় বিয়ে করার প্রস্তাব দেয়, এমনকি, অনেকে কুপ্রস্তাবও পেশ করে। অভাগী অসম্ভব চারিত্রিক দৃঢ়তা নিয়ে লেগে থাকে জীবনযুদ্ধে। তিরিশের কোঠাতেই তার সব জৌলুস হারায়। কাঙালি বেতের কাজ শিখলেও অভাব তাদের নিত্যসঙ্গী।

আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?

ইতিমধ্যে গ্রামের ধনী পরিবার মুখুজ্যেবাড়ির গিন্নি মারা গেলে অভাগী দূর থেকে দাহকার্য দেখে এমনই মহাসমারোহে স্বর্গে যাওয়ার কামনা করে। সেদিন রাতেই অভাগীর জ্বর আসে। প্রবল প্রলাপের পর তার মৃত্যু হয়। অভাগীর স্বপ্ন পূরণ করতে গিয়ে বেগ পেতে হয় কাঙালি ও রসিককে। অবশেষে কাঙালি কোনওমতে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করে।

শরৎচন্দ্রের কাহিনিতে কিছুটা পরিবর্তন এনেছেন অনির্বাণ। এ প্রসঙ্গে তিনি জানালেন, “ষাট-সত্তর দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলো আমরা এই ছবিতে তুলে ধরব, যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। নতুন বেশ কয়েকটি কেন্দ্রীয় চরিত্র চিত্রনাট্যে যোগ করা হয়েছে। মূল গল্পকে বদল না করে নতুন আঙ্গিক তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ।”

শরৎচন্দ্রের কাহিনি

যমরাজের ভূমিকায় ঈশান

অভাগীর স্বামী রসিকের ভূমিকায় থাকবেন সায়ন ঘোষ। কাঙালির চরিত্রে দেখা যাবে সৌরভ হালদারকে। জমিদার ও মুখুজ্যেগিন্নির ভূমিকায় থাকছেন সুব্রত ও দেবযানী। এছাড়া টগর, কেষ্টা, যমরাজের মতো বেশ কিছু চরিত্র পর্দায় দেখতে পাবেন দর্শক। এই চরিত্রগুলিতে থাকছেন যথাক্রমে জিনিয়া পাণ্ডে, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।

পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন অনির্বাণ। চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন মলয় মণ্ডল। সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্ত রায়। ছবির সঙ্গীত পরিচালনা করবেন মৌসুমী চট্টোপাধ্যায়। রূপঙ্কর বাগচী, লগ্নজিতা চক্রবর্তী, অনিমেষ রায়, চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ রায় আকাশের কণ্ঠে গান থাকবে ছবিতে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *