অ্যাকশন কমেডি ছবিতে জিতু-শ্রাবন্তী জুটি

RBN Web Desk: জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল। অংশুমান প্রত্যুষের অ্যাকশন-কমেডি ছবি ‘বাবুসোনা’তে প্রথমবার একে অন্যের বিপরীতে অভিনয় করবেন তাঁরা। একটি বিশেষ চরিত্রে থাকবেন পায়েল সরকার। এছাড়া থাকবেন আলেকজ়ান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্য। আলেকজ়ান্দ্রাকে ছবিতে দেখা যাবে একজন বিশেষ পুলিশের চরিত্রে। 

ছবির কাহিনী কী নিয়ে?

বাবু একজন কিডন্যাপার। জিতু থাকছেন এই চরিত্রে। বাবু তার নিজের আইটি কোম্পানির নামের আড়ালে কুকীর্তি চালিয়ে যায়। এদিকে সোনা আসলে চোর কিন্তু সে পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়ায়। সোনার চরিত্রে রয়েছেন শ্রাবন্তী। নানারকম মজার ঘটনার মধ্যে দিয়ে একসময় লন্ডন শহরের একটি শিশু অপহরণের মতো গুরুতর অপরাধচক্রে জড়িয়ে পড়ে বাবু ও সোনা। তারপর কী হয়, তাই নিয়েই ছবি। 

আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার

ছবি প্রসঙ্গে অংশুমান জানালেন, “‘বাবুসোনা’ পুরোপুরি বাণিজ্যিক ছবি। বাণিজ্যিক ছবির সমস্ত মালমশলার সঙ্গে ছবিতে থাকছে বেশ কিছু জবরদস্ত সংলাপ, যা দর্শক উপভোগ করবেন। আশা করি জিতু আর শ্রাবন্তীর জুটি সকলের ভালো লাগবে।”

আগামী মাসে লন্ডনে শুরু হবে ছবির শুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *