বড়পর্দায় সূর্যশেখরের বায়োপিক
RBN Web Desk: মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার, ১৯-এ গ্র্যান্ডমাস্টার। এছাড়া ২০০৩ থেকে ২০০৮, টানা ছ’বারের জাতীয় চ্যাম্পিয়ন। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতকে এনে দিয়েছেন বিরল সম্মান। ২০০৫ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন তিনি। সেই সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এবার আসছে বড়পর্দায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু। ছবির নাম ‘দাবাড়ু’।
অল্পবয়স থেকেই দাবার প্রতি সূর্যশেখরের আকর্ষণ। তাই তাঁর ছোটবেলা বিশেষভাবে উঠে আসবে ছবিতে। মূলত ছোটদের জন্যই ছবিটি তৈরি করছেন পথিকৃৎ। তাই সূর্যশেখরের গ্র্যান্ডমাস্টার হওয়া পর্যন্ত দেখানো হবে ছবিতে।
আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?
সূর্যশেখরের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবেন দুই শিশুশিল্পী। তাঁর মায়ের চরিত্রে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দাদুর ভূমিকায় থাকবেন দীপঙ্কর দে। ‘চ্যাম্প’-এর পর আবারও এক ক্রীড়া প্রশিক্ষকের চরিত্রে থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সূর্যশেখরের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
শীতের ছুটিতে মুক্তি পাবে ‘দাবাড়ু’।
ছবি: ইএসপিএন