যশ-নুসরতের সঙ্গে পরবর্তী ছবি নিয়ে আশাবাদী শিলাদিত্য

RBN Web Desk: ‘চিনে বাদাম’ নিয়ে বিতর্ক অব্যাহত। গতকাল মুক্তি পেয়েছে শিলাদিত্য মৌলিক পরিচালিত এবং এনা সাহা ও যশ দাশগুপ্ত অভিনীত এই ছবি। আবার গতকালই শিলাদিত্য ও এনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যশ। তবু যশ ও নুসরত জাহানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ নিয়ে আশাবাদী শিলাদিত্য।

ঘটনাচক্রে নিজের প্রিয় ছাত্রের খুনের সাক্ষী হয়ে যান এক মাস্টারমশাই। দুর্ভাগ্যক্রমে, খুনটা করে তারই মেয়ের প্রেমিক। ছাত্র রাজনীতির টানাপোড়েন নিয়েই শিলাদিত্যের ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। পশ্চিমবঙ্গের উত্তাল ছাত্র রাজনীতির কিছু অংশ ধরা পড়বে এই ছবিতে।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

তপন সিংহ পরিচালিত ‘আতঙ্ক’ ছবির বিখ্যাত সংলাপ ‘আপনি কিন্তু কিছুই দেখেননি, মাস্টারমশাই’ আজও সিনেমাপ্রেমীদের মুখে-মুখে ফেরে। ছবিতে তাঁর ছাত্র মিহিরকে (সুমন্ত মুখোপাধ্যায়) একটি খুন করতে দেখে ফেলেন মাস্টারমশাই (সৌমিত্র চট্টোপাধ্যায়)। আর তারপরেই ভেসে আসে এই হিমশীতল সাবধানবাণী। সেই বিখ্যাত সংলাপই শিলাদিত্যের ছবির নামকরণের অনুপ্রেরণা।

‘চিনে বাদাম’-এর মতোই ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র নিবেদক এনা। আপাতত এনা-শিলাদিত্যের সঙ্গে যশের সম্পর্ক তলানিতে। এ অবস্থায় দ্বিতীয় ছবিটির ভবিষ্যৎ কী? রেডিওবাংলানেট-কে শিলাদিত্য জানালেন, “কিছুই বুঝতে পারছি না। এ বিষয়ে যশ কিছু বলেনি। তবে আশা করছি ছবি মুক্তি নিয়ে কোনও অসুবিধে হবে না।”

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

এদিকে যশ জানিয়েছেন ‘চিনে বাদাম’ বিতর্কে তিনি ইতিমধ্যেই তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। তাই বর্তমান পরিস্থিতিতে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কলকাতা ছাড়াও ছবির শ্যুটিং হয়েছে কাশ্মীরে। অনেক বছর পর যশের সঙ্গে জুটি বেধেছেন নুসরত। আপাতত ছবির পোস্ট-প্রোডাকশন নিয়ে ব্যস্ত শিলাদিত্য।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *